এটিএম শামসুজ্জামান © ফাইল ফটো
অভিনেতা এটিএম শামসুজ্জামানের মৃত্যুর গুজব উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। শনিবার রাতে এ নিয়ে বেশ হই চই পড়ে যায়। তবে এটিএম শামসুজ্জামানের পরিবারের সদস্যরা জানিয়েছেন, তার অবস্থা স্থিতিশীল আছে।
শনিবার রাতে এটিএম শামসুজ্জামানের মেয়ে কোয়েল বলেন, ‘এটা একটা ভুয়া নিউজ। এটা ফেসবুকে কারা ছড়িয়েছে জানি না। এর আগেও আমার বাবার মৃত্যু সংবাদ এভাবে ফেসবুকে ছড়ানো হয়েছে, তখন আমার বাবা হাসতেন আর বলতেন, ‘এদের জন্য আল্লাহ মনে হয় আমার হায়াত বাড়িয়ে দিচ্ছেন। এবারও যারা এ রকম খবর ছড়াচ্ছেন, আমরা মনে করি, তাদের মাধ্যমে হয়তো আল্লাহ আমার বাবার হায়াত বাড়িয়ে দেবেন। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। তার অবস্থা আগের মতোই স্থিতিশীল আছে।’
উন্নত চিকিৎসার ব্যাপারে বিদেশে নেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী দেশে ফিরেছেন মাত্র। এখন একটু টায়ার্ড আছেন। আজকেও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া আঙ্কেলের সঙ্গে কথা হয়েছে। তিনি আর ডা. সামন্তলাল আংকেল প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। তারপর আমরা সিদ্ধান্ত নেব, দেশে নাকি বিদেশে চিকিৎসা করানো হবে।’
উল্লেখ্য, শারীরিক অসুস্থতা নিয়ে রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বরেণ্য অভিনয় শিল্পী এটিএম শামসুজ্জামান। ঢাকার আজগর আলী হাসপাতালে অধ্যাপক ডা. রাকিব উদ্দিনের তত্ত্বাবধানে চলছে এই গুণী অভিনেতার চিকিৎসা।