বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ, ১৪ ভারতীয় জেলে ও ট্রলার আটক

১৪ ভারতীয় জেলে ও ট্রলার আটক
১৪ ভারতীয় জেলে ও ট্রলার আটক  © সংগৃহীত

বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে অবৈধভাবে মাছ ধরার অপরাধে একটি ভারতীয় ফিশিং ট্রলারসহ ১৪ জন জেলেকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। ‘এফবি শুভযাত্রা’ নামের ট্রলারটি শুক্রবার (১৭ অক্টোবর) রাতে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে আটক করা হয়।

নৌবাহিনীর জাহাজ বানৌজা শহীদ আক্তার উদ্দিন সমুদ্রসীমায় টহল দেওয়ার সময় ভারতীয় ওই ট্রলারটিকে বাংলাদেশ জলসীমায় মাছ ধরারত অবস্থায় আটক করে। পরে শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে বানৌজা বিষখালী জাহাজ ট্রলারসহ জেলেদের মোংলা নৌঘাঁটিতে নিয়ে আসে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাদের মোংলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আরও পড়ুন: ‘তারা টাকা লুট করে পাচার করে, আর আমার শিক্ষকরা বাড়ি ভাড়া পায় না’

আটক জেলেরা হলেন চন্দ্র দাস, আনন্দ দাস, সদানন্দ দাস, শেখর দাস, সুভাষ দাস, মনি শংকর শিকদার, বিপুল দাস, গৌরঙ্গ দাস, মৃত্যুঞ্জয় দাস, গৌরাঙ্গ হালদার, গৌতম দাস, বিশ্বজিৎ দাস, সুজন বিশ্বাস এবং বিজয় দাস। তাদের সবার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ এলাকায়।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, ভারতীয় জেলেদের বিরুদ্ধে সমুদ্রসীমা লঙ্ঘন ও বাংলাদেশের মৎস্য সম্পদ আহরণের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। রোববার সকালে তাদের বাগেরহাট আদালতে হাজির করে জেলহাজতে পাঠানো হবে।

এদিকে আটক ট্রলার থেকে জব্দকৃত ইলিশসহ প্রায় ৫৫০ কেজি মাছ মোংলার ফেরিঘাট এলাকায় উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করা হবে। মাছ বিক্রির আয় সরকারের রাজস্বে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!