ধর্ম-বর্ণ নির্বিশেষে নির্যাতন প্রতিবাদের আহ্বান জাতীয় মহিলা ঐক্যের

মানববন্ধনে সংগঠনটির নেতৃবৃন্দ অংশ নিয়েছেন।
মানববন্ধনে সংগঠনটির নেতৃবৃন্দ অংশ নিয়েছেন।  © মোতাহের হোসাইন

নুসরাত, সেতু মণ্ডল, সেলিনা গোমেজসহ অন্যায়ভাবে হত্যাকারী ঘাতকদের বিচার এবং সকল সহিংসতার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ। মানববন্ধনে বক্তারা বলেন, দেশে চলমান হত্যা, ধর্ষণ এছাড়া সকল অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে সকলকে ধর্ম-বর্ণ নির্বিশেষে অন্যায়ের প্রতিবাদের আহবান জানাচ্ছি।

শনিবার বিকেল তিনটার দিকে জাতীয় জাদুঘরের সামনে সংগঠনটির এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে পদ্মাবতী নুসরাতের কথা উল্লেখ্য করে তার বক্তব্যে বলেন, ফেনীর নুসরাতের মত এত সুন্দর একটি মেয়ে কয়দিন আগে জ্বলেপুড়ে ছারখার হয়ে গেছে। অধ্যক্ষ সিরাজ তাকে নির্যাতন করেছে। তার এই নৃশংসতাকে কী বলা যায়। আমরা এর দৃষ্টান্তমুলক শাস্তি চাই। যাতে আর কেউ এমন কাজ না করতে পারে।

মাহমুদা সীমা বলেন, এই বাংলায় ধর্ষিত হয় ৩ বছরের একটি মেয়ে। বঙ্গবন্ধুর সোনার বাংলার উন্নতি হচ্ছে কিন্তু দৃষ্টি ভঙ্গির উন্নতি হচ্ছে না। আমরা এইসব ধর্ষকদের বিচার চাই।

ধর্ষক সম্প্রদায়ের ফাঁসি দাবি করে উর্মি দেবী বলেন, বারবার মা-বোন নির্যাতিত হচ্ছে। আমাদের আজকে একমাত্র দাবি, কোন ধর্ষক তার অপরাধের পর জীবিত থাকার অধিকার রাখে না। তার একমাত্র শাস্তি ফাঁসি। আমরা সকল ধর্ষকের ফাঁসি দাবি করছি।

এছাড়া মানববন্ধন থেকে দেশের চলমান উন্নয়নের পাশাপাশি মানুষিক উন্নয়নের আহবান জানান বক্তারা। নারীর প্রতি সহিংসতা বন্ধে যেকোনো ধরনের পরিস্থিতিতে সংগঠনটির শক্ত অবস্থানের কথাও উল্লেখ্য করা হয়।


সর্বশেষ সংবাদ