শেখ হাসিনা, তার বোন শেখ রেহেনো এবং তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল © সংগৃহীত
বিগত সরকারের ১৬ বছরে দেশের ৯৭৭টি অবকাঠামো এবং প্রতিষ্ঠানের নাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর পরিবার ও আওয়ামী লীগের রাজনীতিবিদদের নামে প্রতিষ্ঠিত হয়েছিল। এসব স্থাপনা ও প্রতিষ্ঠানের মধ্যে ৮০৮টি প্রতিষ্ঠানের নাম ইতোমধ্যে পরিবর্তন করা হয়েছে। নাম পরিবর্তনের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে আরও ১৬৯টি।
এসব প্রতিষ্ঠান ও স্থাপনার মধ্যে রয়েছে, সেনানিবাস, বিমানঘাঁটি, নৌ-বাহিনীর জাহাজ, মেগা সেতু, সড়ক, স্থাপনা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, গবেষণাকেন্দ্রসহ বিভিন্ন প্রতিষ্ঠান।
এক পরিসংখ্যানে দেখা গেছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন ১টি, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীন ১৩৪টি, নৌপরিবহণ মন্ত্রণালয় অধীন ২টি, ভূমি মন্ত্রণালয়াধীন ৪াট এবং স্থানীয় সরকার বিভাগ অধীন ২৮টি প্রতিষ্ঠানের নাম পরিবর্তন প্রক্রিয়াধীন রয়েছে। অন্যান্য স্থান থেকে মুজিব পরিবারের সকলের নাম পরিবর্তন করা হয়েছে।