‘যে বেদনা একটি জাতিকে নাড়া দিয়েছিল’, সেই বেদনার ছবি এঁকেছেন ফারজানা শোহা

ফারজানা ইসলাম শোহা
ফারজানা ইসলাম শোহা  © টিডিসি

ফারজানা ইসলাম শোহা। নড়াইল সরকারি মহিলা কলেজের প্রাক্তন শিক্ষার্থী। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তিনি জুলাই আন্দোলনের স্মৃতিকে রং ও তুলির মাধ্যমে চিত্রে ফুটিয়ে তুলেছেন। এঁকেছেন জুলাই গ্রাফিতি।

শোহা বলেন, ‘একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে জুলাই আন্দোলন সকল শহিদদের আত্মত্যাগ আমার হৃদয়ে গভীর রেখাপাত করেছে। তাদের দেশপ্রেম, সাহসিকতা ও আদর্শ আমার চেতনায় দাগ কেটেছে। আমি মনে করি, তাদের গল্প শুধু ইতিহাসের পাতায় নয়, আমাদের হৃদয়ে ও ভবিষ্যৎ প্রজন্মের মনে স্থান পাওয়া উচিত। এই উপলব্ধিই আমাকে ছবি আঁকতে অনুপ্রাণিত করেছে।’

তিনি আরও বলেন, ‘আমি চেয়েছি আমার তুলিতে শুধু রং নয়, সেই বেদনাও ফুটে উঠুক, যে বেদনা একটি জাতিকে নাড়া দিয়েছিল। প্রতিটি রেখা ও রঙের মধ্য দিয়ে আমি তাদের আত্মত্যাগকে স্মরণ করতে চেয়েছি। এই কাজ আমার কাছে শুধু শিল্পচর্চা নয়, এক ধরনের নীরব প্রতিবাদ।’  


সর্বশেষ সংবাদ