দুই পরিবারের সদস্যরা © সংগৃহীত
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজের ছেলে ব্যারিস্টার তুরাজ আহমদ বিয়ে করছেন আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ড. বদিউজ্জামান ভূঁইয়া ডাবলুর মেয়েকে। সোহেল তাজ ও বদিউজ্জামান ভূঁইয়া ডাবলু বেয়াই হচ্ছেন।
শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ কথা জানান বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের ছেলে সোহেল তাজ।
তিনি লিখেছেন, ‘আমি সবার সাথে একটি সুখবর শেয়ার করছি- আমার একমাত্র ছেলে ব্যারিস্টার তুরাজ আহমদ ও ড. বদিউজ্জামান ভূঁইয়া এবং ড. আবিদা সুলতানা ইভার একমাত্র কন্যা লাবিবা জামানের পান-চিনি (এনগেজমেন্ট) গত শুক্রবার ১৫ ফেব্রুয়ারি সম্পন্ন হয়েছে। লাবিবা জামান পেশায় আইনজীবী। তার বাবা ড. বদিউজ্জামান ভূঁইয়া বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ছিলেন (বিগত কমিটির)। আমি সবার কাছে দোয়া এবং আশীর্বাদ কামনা করছি যাতে তাদের ভবিষ্যৎ জীবনের যাত্রা সুন্দর, সুখী ও শান্তিময় হয়।’