ঝালকাঠিতে অবৈধ ইট ধ্বংস, জরিমানা

০৭ মার্চ ২০২৫, ০৯:২৬ AM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৪১ PM
ইট ভাটায় অভিযান

ইট ভাটায় অভিযান © টিডিসি ফটো

ঝালকাঠির নলছিটি উপজেলা প্রশাসন ও ঝালকাঠি পরিবেশ অধিদপ্তর ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে একটি ইট ভাটায় ২ লাখ টাকা জরিমানা, আরেকটি ইট ভাটার কাঁচা ইট ও ড্রাম চিমনি ধ্বংস করেছে। 

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে উপজেলার দপদপিয়া ইউনিয়নের হারুন হাওলাদারের মালিকানাধীন মেসার্স হাওলাদার ব্রিকস এবং পৌরসভা এলাকার গৌড়িপাশা গ্রামের মেসার্স এস আর ব্রিকস নামের দুটি ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নলছিটি উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর ঝালকাঠির সহকারী পরিচালক আনজুমান নেছা, পরিদর্শক মো. আমিনুল হক, নলছিটি থানা পুলিশের ও ফায়ার সার্ভিসের টিম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) এর আওতায় ধারা ৫ (১) অমান্য করায় হাওলাদার ব্রিকসকে বিধি অনুযায়ী দুই লক্ষ টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।

অপরদিকে অভিযানের খবর পেয়ে এস আর ব্রিকসের সবাই পালিয়ে যাওয়ায় কাউকে না পাওয়া ড্রাম চিমনি ভেঙে পানি দিয়ে আগুন নিভিয়ে দেয়া হয়। কাঁচা ইট পানি দিয়ে নষ্ট করে ভাটাটি বন্ধ করে দেয়া হয়।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম বলেন, লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় একটি ইট ভাটায় অর্থদণ্ড এবং অপর একটি ইট ভাটার লোকজন না পাওয়ায় ড্রাম চিমনি ভেঙে পানি দিয়ে আগুন নিভিয়ে দেয়া হয়।

ট্যাগ: জাতীয়
নজরুল ইসলাম খানকে চেয়ারম্যান করে নির্বাচন পরিচালনায় বিএনপির…
  • ০১ জানুয়ারি ২০২৬
উপহার হিসেবে ৩০ ভরি সোনা পেয়েছেন রাশেদ খাঁন, স্ত্রী আরও ১০ …
  • ০১ জানুয়ারি ২০২৬
সরকারি চাকরিজীবীদের সন্তানদের শিক্ষাবৃত্তির আবেদন শুরু
  • ০১ জানুয়ারি ২০২৬
আইন পরামর্শক এইচএসসি পড়ুয়া ছেলে, চাকরি করেন সপ্তম শ্রেণির ম…
  • ০১ জানুয়ারি ২০২৬
মডেল মেঘনা আলমের পেশা রাজনৈতিক প্রশিক্ষক!
  • ০১ জানুয়ারি ২০২৬
‘সওয়াবের আশায়’ মাত্র ১০ হাজার টাকায় চার রুম ভাড়া দেন বাড়…
  • ০১ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!