‘এবারের স্বাধীনতা পুরস্কার আমাদের অনেক দীনতা-হীনতা মোচন করেছে’

০৭ মার্চ ২০২৫, ০৭:৫৪ AM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৪২ PM
মারুফ কামাল খান সোহেল

মারুফ কামাল খান সোহেল © সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। শুক্রবার (৭ মার্চ) সকালে দেওয়া পোস্টে তিনি এবারের স্বাধীনতা পুরস্কার নিয়ে কথা বলেছেন।

দ্যা ডেইলি ক্যাম্পাসের পাঠকদের জন্য তার পোস্টটি হুবহু তুলে ধরা হলো-

‘স্বাধীনতা পুরস্কার: এঁরা কেন বাদ ছিলেন এতকাল?

এবার স্বাধীনতা পুরস্কার যাদেরকে দেয়া হচ্ছে তাদের নামের তালিকার ওপর চোখ বুলিয়ে লজ্জা বোধ করেছি। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক সহ এরা কেউ স্বাধীনতা দিবস পুরস্কার এতকাল পাননি। তাহলে স্বাধীনতা পদক পেয়েছে কারা? খালেদা জিয়ার সরকার মুজিবুর ও জিয়াউর এই দুই রহমানকেই স্বাধীনতা পুরস্কার দিয়েছিল। তা নিয়ে আওয়ামী ফ্যাসিবাদীরা কত রকমের বিতর্কই না সৃষ্টির অপচেষ্টা করেছে! জেনারেল ওসমানী মুক্তিযুদ্ধের সি-ইন-সি ছিলেন। মুক্তিযোদ্ধা বাহিনীর সর্বোচ্চ অধিনায়ক হিসেবে তিনি বীরত্বসূচক কিংবা সাহসিকতার কোনো খেতাব বা গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড নেননি। তাহলে তাঁকে এতকাল স্বাধীনতা পুরস্কার কেন দেওয়া হয়নি? তিনি কি ধইঞ্চ্যা? ওসমানী না পেলে স্বাধীনতার পুরস্কার আর কার প্রাপ্য?

এটুকু লেখার পর আমি এক বিচিত্র তথ্য জানলাম। সেটা হচ্ছে, জেনারেল ওসমানী এবার দ্বিতীয় বারের মতো স্বাধীনতা পদকে ভূষিত হবেন। ১৯৮৫ সালে তার নামে এ পুরস্কার দেওয়া হয়। কিন্তু সেটা নাকি স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের জন্য নয়। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ককে এ পুরস্কার দেওয়া হয়েছিল সমাজসেবায়। এবার তাঁকে মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে এ পুরস্কার দিলে তাতে অতীতের হাস্যকর সিদ্ধান্ত শোধরানো হবে।

বদরুদ্দীন উমর পদক-পুরস্কার নেবেন কি নেবেন না, সেটা তাঁর স্বাধীনচেতা এখতিয়ার। কিন্তু রাষ্ট্র উমরকে বাদ রেখে দেশের আর কোন্‌ বুদ্ধিজীবীকে স্বাধীনতা পুরস্কার দিতে পারে? কবি আল মাহমুদ, বিজ্ঞানী অধ্যাপক জামাল নজরুল ইসলাম, ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ, কেন্দ্রীয় শহীদ মিনারের অন্যতম নকশাকার নভেরা আহমেদ, পপসম্রাট আজম খান সকলের ব্যাপারেই একই কথা খাটে।

শহীদ আবরার নিয়ে অনেকের মনে খটকা আছে। অনেকে বলছেন, এটা একটা আবেগি সিদ্ধান্ত। জীবন দেওয়া ছাড়া আর কোন্‌ ক্ষেত্রে তার কী অবদান আছে? আমি বলি, আবেগ এই জাতির অন্তর্গত বৈশিষ্ট্য। আবেগশূন্য হলে আমাদের আর কিছুই থাকেনা। জীবন দেওয়াকে অবদান হিসেবে স্বীকার না করাটা আমার কাছে নিষ্ঠুরতা বলে মনে হয়। দুর্বল রাষ্ট্র হিসেবে বাংলাদেশ তার অতিকায় প্রতিবেশীর পানি আগ্রাসনের শিকার। এর বিরুদ্ধে প্রতিবাদ করে এক মেধাবী তরুণ প্রাণ হারিয়েছেন। তার আত্মদান নতুন প্রজন্মের মধ্যে অভূতপূর্ব দেশপ্রেমের যে উন্মাদনা সৃষ্টি করেছে তা অবিস্মরণীয়। এমন দেশপ্রেম জাগিয়ে তোলা অনেক শতাব্দীর মণীষীর কাজ। সেটাই জীবন দিয়ে করে গেছেন আবরার। এই অবদানকে যারা তুচ্ছ করে দেখতে চান, তাদের হৃদয়কে আরো প্রশস্ত করে দেওয়ার জন্য আমি প্রার্থনা করি। এবারের স্বাধীনতা পুরস্কার আমাদের অনেক গ্লানি, লজ্জা, পাপ, সংকীর্ণতা এবং দীনতা ও হীনতাকে মোচন করেছে। ইতিহাসের রেকর্ডকে শুদ্ধ করেছে। এবারের স্বাধীনতা পুরস্কারকে যারা এভাবে মহিমা মণ্ডিত করলেন তাদেরকে অভিনন্দন।’

বিয়ের এক বছরের মাথায় ভাঙনের মুখে তাহসানের দ্বিতীয় সংসারও
  • ১১ জানুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ
  • ১১ জানুয়ারি ২০২৬
৩৯ বছর পর ম্যানসিটির ১০ গোলের তাণ্ডব, লন্ডভন্ড এক্সটার সিটি
  • ১১ জানুয়ারি ২০২৬
বল বাসার চালে পড়ায় গরম পানি নিক্ষেপ; দগ্ধ হয়ে বার্ন ইউনিটে …
  • ১১ জানুয়ারি ২০২৬
সুখটান দেওয়া বিড়ির মধ্যেও দাঁড়িপাল্লার দাওয়াত: বিতর্কিত …
  • ১১ জানুয়ারি ২০২৬
নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নে ‘আরেকবার চেষ্টা করে দেখার…
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9