‘খালেদা জিয়া আগের চেয়ে অনেক ভালো আছেন’
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ১১:১৬ AM , আপডেট: ০৫ মার্চ ২০২৫, ১১:১৬ AM

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শারীরিকভাবে আগের চেয়ে অনেক ভালো আছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। সোমবার (৩ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যায় যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে ইফতার মাহফিল ও বেগম জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া শেষে তিনি এ তথ্য জানান।
যুক্তরাজ্যে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থা প্রসঙ্গে ডা. জাহিদ হোসেন বলেন, ‘বেগম জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটা স্থিতিশীল আছে। তার বড় ছেলে তারেক রহমানের বাসায় তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রায় সাত বছর পরে উনি উনার পরিবারের সদস্যদের কাছে পেয়ে মানসিকভাবে অনেক সুস্থ হয়েছেন। উনার এই মানসিক সুস্থতা, উনার শারীরিক সুস্থতাকে আরো বাড়িয়ে দিচ্ছে। আগের চেয়ে অনেক ভালো আছেন, তবে উনি খুব সুস্থ হয়ে উঠেছেন সেটা আমি বলব না। যেকোনো সময়ের তুলনায় এখন অনেকটা সুস্থ আছেন। চিকিৎসকদের অনুমতি পেলেই তিনি দেশে ফিরবেন, বেগম জিয়া বিদেশে থাকার মানুষ নন।’