ওসির বাড়িতে ডাকাতি: নিয়ে গেল তিনটি গরু
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ০২:১১ PM , আপডেট: ০৩ মার্চ ২০২৫, ০২:২৫ PM

কক্সবাজারের পেকুয়ায় ওসির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাদল গুলি করে তিনটি গরু নিয়ে গেছে। রোববার (২ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে পেকুয়ার মেহেরনামা আলিয়াঘোনা এলাকায় ওসি জাহেদুল কবিরের বাড়িতে এই ঘটনা ঘটে।
জাহেদুল কবির চট্টগ্রামের চকবাজার থানায় ওসি হিসেবে দায়িত্বরত আছেন। তার ভাই মনিরুল হক রাশেদ জানান, রাত দেড়টার দিকে বাড়ির একজন দেখতে পায় তাদের গোয়ালঘর থেকে ডাকাত দল গরু বের করে গাড়িতে তুলছে। এ সময় তারা বাড়ি থেকে বের হয়ে গোয়াল ঘরের দিকে আগানোর চেষ্টা করলে ডাকাতদল তাদের লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছুঁড়ে।
তিনি আরও জানান, গোয়ালঘরে আটটি গরু ছিলো। সেখান থেকে ডাকাতদল তিনটি গরু নিয়ে যায়। তবে তারা অন্ধকারে ডাকাতদলের কাউকে শনাক্ত করতে পারেননি।
পেকুয়া থানার ওসি মোহাম্মদ সিরাজুল ইসলাম জানান, বিষয়টি শোনার সঙ্গে সঙ্গে রাতে পুলিশ পাঠানো হয় ঘটনাস্থলে। এখন তদন্ত করা দেখা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে মামলা দিলে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।