চাঁদাবাজির ভিডিও ভাইরাল : বৈষম্যবিরোধী নেতা নাহিদ হাসানকে শোকজ

০২ মার্চ ২০২৫, ০২:০৬ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৪:১১ PM
নাহিদ হাসান খন্দকার

নাহিদ হাসান খন্দকার © সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগর শাখার মুখপাত্র নাহিদ হাসান খন্দকারের চাঁদা দাবির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে শোকজ করা হয়েছে।

শনিবার (১ মার্চ) রাত ১০টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের মুখ্য সংগঠক আলী মিলন স্বাক্ষরিত এক পত্র মারফতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এদিকে চাঁদা দাবির ২ মিনিট ৪১ সেকেন্ডের ভিডিও ছড়িয়ে পড়ে বিভিন্ন মিডিয়ার সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওতে নাহিদ হাসান খন্দকারকে দেখা গেলেও অপর পাশে থাকা ব্যক্তিকে দেখা যায়নি। ভিডিওটি কবে ও কোথায় ধারণ করা হয়েছে, সে বিষয়েও কিছু জানা যায়নি।

ভিডিওতে দেখা যায়, একটি পুকুর খনন করে বালু উত্তোলন ও পার্ক নির্মাণের বিষয়ে নাহিদ হাসান খন্দকারের সঙ্গে কথা হচ্ছিল অপরপাশে থাকা এক ব্যক্তির। সেখানে অপর পাশে থাকা ব্যক্তিটি নাহিদ হাসানকে উদ্দেশ করে বলেন, ‘তুমি যদি বলো সেখানে বালুর ব্যবসা হচ্ছে, তাহলে সেটা বন্ধ করে দিই। এক লাখ টাকা দিতে পারব না, পাঁচ হাজার টাকা দিচ্ছি।’

এ সময় নাহিদ হাসান খন্দকার বলেন, ‘ব্যবসা আপনি বন্ধ করবেন কেন, ব্যবসা আপনিই চালান। ভাইয়ের সঙ্গে কথা বলেন। প্রয়োজনে সময় নেন, ভাইয়ের সঙ্গে কথা বলেন।’

নাহিদ হাসান আরও বলেন, ‘আপনি তো দেখছেন বিষয়টি কোথায় গেছে। ইউএনও-ডিসিকে সামলাতে হচ্ছে। যদি মনে হয় কিছু কমাবেন, তাহলে ভাইয়ের সঙ্গে কথা বলেন। আমি চাই না আপনাদের কোনো সমস্যা হোক। জানেন তো সংগঠন চালাতে হলে কী কী করতে হয়।’

নাহিদ হাসান খন্দকার এক লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে বলেন, হাজিরহাট এলাকার ওদিকে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে আমরা চারজন সেখানে যাই। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের কথা বললে তারা কিছু দিতে চেয়েছিল, কিন্তু রাজি হইনি। এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়নি। আমাদের ফাঁসানোর জন্য তারা এ কাজটি করা হয়েছে।

এ সময় তিনি চ্যালেঞ্জ করে বলেন, কেউ টাকা নেওয়ার বিষয়টি প্রমাণ করতে পারবে না। কেননা আমি এমন কোনো বিষয়ের সঙ্গে জড়িত নই।

এ ব্যাপারে গ্রিন সিটি ইকো পার্কের প্রকল্প ম্যানেজার বেলাল হোসেন বলেন, আমার পার্কে পুকুর তৈরিতে খননকাজ চলছিল। অবৈধ বালু উত্তোলন করছি, এমন অভিযোগ করে নাহিদ হাসান আমার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দাবি বিষয়ে কল রেকর্ডও আছে, যা ইতোমধ্যে আমি প্রকাশ করেছি।

এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের আহ্বায়ক ইমতিয়াজ আহম্মেদ ইমতি বলেন, মুখপাত্র নাহিদ হাসান খন্দকারের যে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া যাচ্ছে, সেটি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগর এর টিম তদন্ত করছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কেউ তাকেসহ এই প্ল্যাটফর্মকে প্রশ্নবিদ্ধ করার জন্য এমন ঘটনা ঘটিয়েছে।

তিনি আরও বলেন, ইতোমধ্যে দেখা যাচ্ছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পেজে এসব বেশি প্রচার করা হচ্ছে। তার অডিও ক্লিপটি আমাদের কাছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তৈরি বলে ধারণা করা হচ্ছে। তবে তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, এ জন্য আমরা শোকজের মাধ্যমে তার কাছে জবাব চেয়েছি। সেই সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের একটি টিম এই বিষয় নিয়ে তদন্ত করছে। অভিযোগ প্রমাণিত হলে কোরাম মিটিংয়ের মাধ্যমে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, গত বছরের ২৪ নভেম্বর ঘোষিত কমিটিতে ইউল্যাব শিক্ষার্থী ইমতিয়াজ আহম্মেদ ইমতিকে আহ্বায়ক ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রহমত আলীকে সদস্য সচিব করে ছয় মাস মেয়াদি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের ১১২ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়। এতে রংপুর ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থী নাহিদ হাসান খন্দকারকে মুখপাত্র করা হয়।

বিয়ের এক বছরের মাথায় ভাঙনের মুখে তাহসানের দ্বিতীয় সংসারও
  • ১১ জানুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ
  • ১১ জানুয়ারি ২০২৬
৩৯ বছর পর ম্যানসিটির ১০ গোলের তাণ্ডব, লন্ডভন্ড এক্সটার সিটি
  • ১১ জানুয়ারি ২০২৬
বল বাসার চালে পড়ায় গরম পানি নিক্ষেপ; দগ্ধ হয়ে বার্ন ইউনিটে …
  • ১১ জানুয়ারি ২০২৬
সুখটান দেওয়া বিড়ির মধ্যেও দাঁড়িপাল্লার দাওয়াত: বিতর্কিত …
  • ১১ জানুয়ারি ২০২৬
নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নে ‘আরেকবার চেষ্টা করে দেখার…
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9