মেজরিটি-মাইনরিটি মানি না, সবাই মিলে ইউনিটি: জামায়াত আমির
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৩১ PM , আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৩১ PM

আমরা এই দেশে কোনো মেজরিটি-মাইনরিটি মানি না, আমরা সবাই মিলে ইউনিটি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, আমরা এই দেশে কোনো মেজরিটি-মাইনরিটি মানি না, আমরা সবাই মিলে ইউনিটি। আমাদের পরিচয় আমরা বাংলাদেশি। কীসের সংখ্যালঘু আর কীসের সংখ্যাগুরু। এই দেশে যে-ই জন্ম নিয়েছে, সে-ই এ দেশের গর্বিত নাগরিক। আমরা নাগরিকদের কোন ভাগবাটোয়ারা ধর্ম কিংবা দলের ভিত্তিতে করা পক্ষে নই। এই বোর (বিরক্তিকর) খাসলত ছিল অতীতের পতিত স্বৈরাচারের। তারাই জাতিকে ভেঙে টুকরা টুকরা করে মুখোমুখি লাগিয়ে রেখেছিল।
আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে পঞ্চগড় চিনিকল মাঠে জেলা জামায়াতের এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন জামায়াতের আমির।
দেশের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, যে দেশের জনগণ ঐক্যবদ্ধ থাকতে পারে না, সে দেশের মানুষ মাথা সোজা করে সম্মানের সাথে বিশ্বের দরবারে দাঁড়াতে পারে না। স্বাধীনতার ৫৪ বছর গেল, আর কত বছর এরকম আমাদের টুকরো টুকরো করে রাখা হবে। তোমাদেরকে পরিবারের সদস্য হিসেবে ধারণ করলাম, যতদিন বেঁচে থাকি, সেই অনুভূতি নিয়ে বেঁচে থাকবো, ইনশাল্লাহ।
তিনি বলেন, আমরা বাংলাদেশকে একটা মানবিক বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই। আমরা বাংলাদেশকে আর ভোট হকারেদের বাংলাদেশ দেখতে চাই না। মাফিয়াদের বাংলাদেশ দেখতে চাই না। ফ্যাসিবাদের বাংলাদেশ দেখতে চাই না।
জামায়াত আমির আরও বলেন, দুনিয়ার সকল দেশ, আমরা একই বিশ্বসভার সদস্য। জাতিসংঘের সদস্য রাষ্ট্র আমরা। ভারত আমাদের নিকটতম প্রতিবেশী। আমরা আমাদের প্রতিবেশীকে অহেতুক কষ্ট দিতে চাই না। তবে আমাদের প্রতিবেশীও যেন আমাদের ওপরে এমন কিছু চাপিয়ে না দেয়, যা বাংলাদেশের মানুষের জন্য সম্মানজনক নয়, অপমান জনক। যদি তারা এমন কিছু করেন, দেশের স্বার্থে সেদিন ভূমিকা রাখতে কারো চোখের দিকে তাকাবো না।
উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে শফিকুর রহমান বলেন, ভালোবাসা যখন দিবেন, তখন একটু সমর্থন, একটু সহযোগিতা তো লাগবেই। আপনাদেরকে আমরা সাথে চাইবো দেশ গড়ার কাজে এবং আপনাদের বুকের বিছানায় একটু জায়গা চাইবো। ওই জায়গাটা পেয়ে গেলে আমরা কথা দিচ্ছি, ইনশাল্লাহ! মানবিক বাংলাদেশ আপনাদেরকে সাথে নিয়েই আমরা গড়ে তুলবো।
জামায়াত আমির বলেন, আরে ভাই, কারে ফাঁসির ভয় দেখান। যারা শহীদ হওয়ার জন্য উন্মুখ, যারা পাগল, তাদেরকে ফাঁসির ভয় দেখান। এই ভয় করলে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসিরকাষ্ঠে দাঁড়াতে হতো না, ফাঁসির রশি গলায় নিতে হতো না। তারা হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গিয়েছে। সুতরাং, আমাদেরকে ভাই ভয় দেখাবেন না। এই ভয়কে যেন আল্লাহ আমাদের চিরদিন জয় করার তৌফিক দেন।