দেশের পরিস্থিতি বিঘ্নিত করার চেষ্টা বরদাশত করা হবে না: আসিফ মাহমুদ

২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩০ AM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৪১ PM
আসিফ মাহমুদ

আসিফ মাহমুদ © সংগৃহীত

দেশের পরিস্থিতি কেউ বিঘ্নিত করার চেষ্টা করলে তা কোনোভাবেই বরদাশত করা হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর বিজয় সরণি এলাকায় নভো থিয়েটারের সামনে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।

আসিফ বলেন, দেশের ক্রান্তিলগ্নে জনগণের নিরাপত্তা বিঘ্নিত করার জন্য যদি কেউ চেষ্টা করে, সেটা রাজনৈতিক হোক বা নিতান্তই ছিনতাইয়ের মতো ঘটনা হোক, তা কোনোভাবেই বরদাশত করা হবে না। 

ছিনতাই প্রসঙ্গে উপদেষ্টা বলেন,   ছিনতাই  নিয়ে মানুষের মধ্যে যে আতঙ্ক তৈরি হয়েছে, এ অবস্থা থেকে দ্রুতই উত্তরণ ঘটবে। যেসব জায়গায় ছিনতাইয়ের ঘটনা বেশি ঘটছে এবং যারা ঘটায়, তাদের আটক করার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।  

তিনি আরও বলেন,  কোনো সোসাইটি (সমাজ) বা কোনো দেশ পাওয়া যাবে না, যেখানে অপরাধ হয় না। অপরাধ থাকবে, সেটাকে যথাসম্ভব নিয়ন্ত্রণের মধ্যে রাখা, জনমনে যাতে আতঙ্ক সৃষ্টি না হয়, সেটা দেখা সরকারের দায়িত্ব। 

খুব শিগগিরই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটবে আশা প্রকাশ করে আসিফ বলেন, এটা সরকার অ্যাড্রেস করছে। আশা করা যায়, খুব দ্রুতই সুফল পাওয়া যাবে। ঘটনাগুলো যথাসম্ভব কমে আসবে।

এ সময় ডিএমপি কমিশনার সবাইকে সম্মিলিতভাবে সন্ত্রাসীদের মোকাবিলা করার আহ্বান জানান। কেউ বিপদে পড়লে আশপাশের সবাইকে এগিয়ে যাওয়ারও অনুরোধ করেন তিনি। 

প্রসঙ্গত, সম্প্রতি রাজধানীসহ সারা দেশে বেড়েছে চুরি, ছিনতাই, ডাকাতিসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড। ছিনতাইকারীদের কবলে পড়ে প্রাণ হারাতেও হচ্ছে অনেককে। শুধু মঙ্গলবার রাতেই ছিনতাইকারীর চাপাতির কোপে ও গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছেন চারজন। এরমধ্যে দুজনের মৃত্যু নিশ্চিত করেছে ঢামেক কর্তৃপক্ষ।

এসব প্রতিরোধে মাঠে নামানো হয়েছে পুলিশ, র‍্যাব, সেনাবাহিনী, বিজিবি ও এটিইউর যৌথ অভিযান। খোদ রাজধানীতেই বসানো হয়েছে ৬৫টি চেকপোস্ট। তল্লাশি করা হচ্ছে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহন। 

বিয়ের এক বছরের মাথায় ভাঙনের মুখে তাহসানের দ্বিতীয় সংসারও
  • ১১ জানুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ
  • ১১ জানুয়ারি ২০২৬
৩৯ বছর পর ম্যানসিটির ১০ গোলের তাণ্ডব, লন্ডভন্ড এক্সটার সিটি
  • ১১ জানুয়ারি ২০২৬
বল বাসার চালে পড়ায় গরম পানি নিক্ষেপ; দগ্ধ হয়ে বার্ন ইউনিটে …
  • ১১ জানুয়ারি ২০২৬
সুখটান দেওয়া বিড়ির মধ্যেও দাঁড়িপাল্লার দাওয়াত: বিতর্কিত …
  • ১১ জানুয়ারি ২০২৬
নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নে ‘আরেকবার চেষ্টা করে দেখার…
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9