রাজনীতির পাঠ নিতে গিয়ে ছিলাম নষ্ট রাজনীতির চক্করে: সাবেক আইজিপি নূর মোহাম্মদ

২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৫ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৪১ PM
সাবেক আইজিপি নূর মোহাম্মদ

সাবেক আইজিপি নূর মোহাম্মদ © ফাইল ফটো

বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ ও তার স্ত্রী ইসমত আরা বেগমের দেশত্যাগের নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে আদালত। দুর্নীতি দমন কমিশনের আবেদনের পর সম্প্রতি ঢাকা মহানগর দায়রা জজ আদালতের জ্যেষ্ঠ বিচারক জাকির হোসেন এই আদেশ দেন।

তবে সাবেক পুলিশের এই কর্মকর্তার দাবি, প্রাথমিক তদন্ত না করেই এই তার বিরুদ্ধে শত শত কোটি টাকা দুর্নীতির গল্প বানানো হয়েছে। আজ মঙ্গলবার রাতে ফেসবুকের এক পোস্টে তিনি এ দাবি করেন। 

সাবেক আইজিপি নূর মোহাম্মদ লেখেন, প্রাথমিক তদন্ত না করেই এই যে শত শত কোটি টাকার গল্প বানায়, এতো বড় ধরনের চরিত্রহরণ! 

‘‘এমন কোন মায়ের পুত আছে, বলতে পারবে নূর মোহাম্মদ কোন রকম দুর্নীতির সাথে জড়িত ছিল চাকরি জীবনে বা সংসদ সদস্য থাকাকালীন সময়? যখন যেখানে থেকেছি আন্তরিকভাবে নিজের অবস্থান থেকে কিছু করার চেষ্টা করেছি। তেমন কোন অবদান রাখতে না পারলেও পদের অপমান বা অমর্যাদা করিনি।’’

তিনি আরও লেখেন, রাজনীতির পাঠ নিতে গিয়ে পুরো সময়টাই ছিলাম দিশেহারা নষ্ট রাজনীতির চক্করে পড়ে। গসিপ শুনতে ভালো লাগে, গল্পের খোরাক জোগায়। এ থেকে বের হওয়ার আদৌ কি কোন সুযোগ আছে? অবস্থার পরিবর্তন হলেই বন্ধুরা উঠেপড়ে লেগে যায়,‘ধর শালাকে, এবার বুঝবে মজা।’

পোস্টের শেষে তিনি লেখেন, গল্পের প্রকৃতি দু’রকমের- বাস্তব ও কাল্পনিক। এর মধ্যে কাল্পনিকগুলোই বেশি বাস্তব!

জানা যায়, নূর মোহাম্মদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে প্রায় ৫৪২ কোটি টাকা উপার্জন এবং বিদেশে অর্থ পাচারের মাধ্যমে জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। বিষয়টির সত্যতা খতিয়ে দেখছে দুদক।

অনুসন্ধান চলাকালে নূর মোহাম্মদ যেন অন্য দেশে চলে যেতে না পারেন, সেজন্যই দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে।

কেরু সুগার মিলসহ সব শিল্পপ্রতিষ্ঠান সচল করবে জামায়াত: আমির
  • ২৭ জানুয়ারি ২০২৬
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাস চাপায় শ্রমিকের মৃত্যু
  • ২৭ জানুয়ারি ২০২৬
বাস থামিয়ে স্কুলছাত্রীর কথা শুনলেন তারেক রহমান, বললেন—পলিটি…
  • ২৭ জানুয়ারি ২০২৬
তাহাজ্জুদ কিংবা ফজরের পর ভোট কেন্দ্রে যাওয়ার কথা আসছে কেন
  • ২৭ জানুয়ারি ২০২৬
আইএসইউতে কুইজ প্রতিযোগিতা ‘টেক্স কুইজার্ড’ এর ফাইনাল অনুষ্ঠ…
  • ২৭ জানুয়ারি ২০২৬
এবার জামায়াতের নির্বাচনী প্রচারণায় বিএনপির হামলা
  • ২৭ জানুয়ারি ২০২৬