বাগেরহাটে ননদ-ভাবীর দ্বন্দ্বে কমিউনিটি ক্লিনিকে তালা, সেবা বঞ্চিত এলাকাবাসী

২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৬ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০২:৪২ PM

© সংগৃহীত

বাগেরহাটের মোরেলগঞ্জে পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বিষখালী কমিউনিটি ক্লিনিকে তালা মেরে দিয়েছেন দীপা বালা দাস (৪০) নামের এক নারী। গেল ৫ দিন ধরে ক্লিনিকটি তালাবদ্ধ রয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ওই নারী ক্লিনিকে তালা দিয়ে দেয়। যার ফলে সেবা বঞ্চিত হচ্ছেন প্রত্যন্ত এলাকার বাসিন্দারা।

জানা যায়, ২০১৫ সালে বিষখালী এলাকায় সিএইচসিপি সোমা রানী দাসের বাবা মৃত সুনিল কুসার দাসের জমিতে বিষখালী কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয়। তখন সুনিল কুমার দাসের ছোট ছেলে এবং  সিএইচসিপির ভাই জগবন্ধু দাস ক্লিনিকের অনুকূলে দলিল করে দেয়। এতদিন সবকিছু ঠিকঠাক চলছিল। কিন্তু গেল জানুয়ারি মাস থেকে জগবন্ধুর মেজ ভাই বাদল দাস ও তার স্ত্রী দীপা বালা দাস ক্লিনিকের জমি দাবি করতে থাকেন। সিএইচসিপি সোমা রানী দাসকে ক্লিনিকে দায়িত্ব পালনে বাঁধা সৃষ্টি করেন। গেল ১১ ফেব্রুয়ারি দীপা বালা দাস কমিউনিটি ক্লিনিকে এসে কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি)সোমা রানী দাসকে গালিগালাজ করে। তাকে মেরে ফেলার হুমকি দেয়। বিষয়টি নিয়ে মোরেলগঞ্জ থানায় অভিযোগ দিলেও কোনো সুরাহা হয়নি। এসব কারণে ওই সিএইচসিপি সোমা রানী দাস নিয়মিত ক্লিনিকে আসতে পারেন না। বিষয়টি নিয়ে মোরেলগঞ্জ থানায় অভিযোগ দিলেও কোনো সুরাহা হয়নি।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১০টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, ক্লিনিকের প্রধান গেটে এবং ভবনের দরজায় তালা মারা। ভবন থেকে কয়েকশ গজ দূরে একটি কাঠের বেঞ্চিতে বসে ক্লিনিক খোলার জন্য অপেক্ষা করছেন সুইটি বেগম নামের এক নারী। তিনি বলেন, প্রায় দেড় কিলোমিটার হেঁটে ১০টার দিকে এসেছি। এখনও ক্লিনিক বন্ধ। অপেক্ষায় আছি ডাক্তারের (সিএইচসিপি)।

স্থানীয় বাসিন্দা সুজিত দাস বলেন, ডাক্তারের (সিএইচসিপি) ভাবি নাকি তালা দিয়ে দিয়েছে। এখনও খোলেনি।

ক্লিনিকের পাশে থাকা এক ব্যক্তি নাম প্রকাশ না শর্তে বলেন, এটা ননদ-ভাবীর সমস্যা। এটা তাদের পারিবারিক জটিলতা। এসব নিয়ে আমরা কথা বললে, আমাদের বাড়ি ঘরে হামলা হওয়ার সম্ভাবনা রয়েছে।   

কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি)সোমা রানী দাস বলেন, আমার ছোট ভাই জগবন্ধু ক্লিনিকের অনুকূলে জমি দলিল করে দিয়েছে। মেজ ভাই বাদল দাস ও তার স্ত্রী যদি জমি পায়, তাহলে আমার বাবার আরও জমি আছে, আমিও বাবার জমি পাব, আমার মা পাবেন, আমার বড় ভাই পাবেন। সেই জমি আমার মেজ ভাইকে দিব। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাকে হয়রানি করা। আমাকে মেরে হাত পা ভেঙ্গে দেওয়া। আমার ভাইয়ের স্ত্রী ক্লিনিকে এসে আমাকে মারধর করার চেষ্টা করে। লাঠি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকে, আমাকে মারার জন্য। এসব কারণে আমি গেল দুই সপ্তাহ ধরে নিয়মিত ক্লিনিকে যেতে পারি না। বিষয়টি নিয়ে এলাকাবাসী সমাধান করার চেষ্টা করলেও, কোনো সমাধান হয়নি। আমি নিয়মিত শান্তিতে চাকরি করতে চাই। এজন্য পুলিশ প্রশাসন ও তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন এই সিএইচসিপি।

আরও পড়ুন: ৮৫ নির্বাচন কর্মকর্তার চাকরি ফেরত দেওয়ার নির্দেশ 

স্থানীয়দের নিয়ে গঠিত কমিউনিটি ক্লিনিক পরিচালনা কমিটির সভাপতি সাধন চক্রবর্তী বলেন, দীপা বালা দাস ক্লিনিকে তালা দিয়েছেন। দীপা বালা দাস সিএইচসিপি সোমা রানী দাসকে মারধরেরও চেষ্টা করেছে। বিষয়টি আমরা পুলিশ এবং স্বাস্থ্য ও উপজেলা পরিবারের পরিকল্পনা কর্মকর্তাকে জানিয়েছি। কিন্তু এখনও কোন সমাধান হয়নি।

এসব বিষয়ে দিপা বালা দাস ও তার স্বামী বাদল দাসকে ফোন করা হলেও, তিনি মুঠোফোন রিসিভ করেননি।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. রাকিবুল হাসান বলেন, একটি অভিযোগ পেয়েছি। তদন্ত শুরু হয়েছে। সত্যতা পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবারের পরিকল্পনা কর্মকর্তা ডা. মোজাহিদুল ইসলাম বলেন, বিষখালি ক্লিনিকের জটিলতার বিষয়ে তদন্ত কমিটি করা হয়েছে। স্থানীয়দের নিয়ে গঠিত কমিউনিটি ক্লিনিক পরিচালনা করার যে কমিটি রয়েছে, তাদেরকে দিপা বালা দাসকে সামাজিকভাবে প্রতিহত করতে বলা হয়েছে। পুরো বিষয়টি জমিজমা এবং পারিবারিক। এসব কারণে সিএইচসিপিকে আদালতে মামলা দিতে বলা হয়েছে। সে মামলা দিলে আমরা তাকে সহযোগিতা করব।

শ্রীলঙ্কা-পাকিস্তান নয়, বাংলাদেশের জন্য যে দু’টি বিকল্প জায়…
  • ১২ জানুয়ারি ২০২৬
হবিগঞ্জে বাসচাপায় অটোরিকশার চালক নিহত
  • ১২ জানুয়ারি ২০২৬
দেশের ফ্রিল্যান্সাররা পাচ্ছেন বিশেষ সুবিধার সরকারি ডিজিটাল …
  • ১২ জানুয়ারি ২০২৬
জিএসটি গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় যুক্ত হলো আরও এক বিশ্ববিদ্যালয়
  • ১২ জানুয়ারি ২০২৬
নির্বাচনে অংশ নিতে পারবেন না জামায়াত প্রার্থী ফজলুল
  • ১২ জানুয়ারি ২০২৬
শত্রু দেশের ওপর নজরদারি করতে কৃত্রিম উপগ্রহ পাঠাল ভারত
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9