দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ মাহমুদুলকে মালদ্বীপে ইমামতির আমন্ত্রণ

২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:১২ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:০০ PM
শেখ মাহমুদুল হাসান আশরাফী

শেখ মাহমুদুল হাসান আশরাফী © সংগৃহীত

কিশোরগঞ্জের দৃষ্টি প্রতিবন্ধী বিরল প্রতিভার অধিকারী হাফেজ শেখ মাহমুদুল হাসান আশরাফী (১৯)  ইরানে কোরআন প্রতিযোগিতায় জয় করে এবার পবিত্র রমজানে মালদ্বীপের একটি মসজিদে তারাবির নামাজে ইমামতির আমন্ত্রণ পেয়েছেন। গত ১৬ ফেব্রুয়ারি দেশটির ধর্ম মন্ত্রণালয় তাকে এ আমন্ত্রণ জানায়।

আগামী ২৪ ফেব্রুয়ারি তিনি সেখানে যাচ্ছেন। তিনি মালদ্বীপের হুলহুমালে সিটির মসজিদ আল-ওয়ালিদাইনে রমজান চলাকালীন ইমামতির দায়িত্ব পালন করেবেন বলে জানা গেছে।

দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ শেখ মাহমুদুল হাসান আশরাফী কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আদমপুর ইউনিয়নের বালুচর গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে নারায়নগঞ্জের ফতুল্লা শান্তিধারা এলাকার মারকাযুল মদিনা আল লতিফি আল ইসলামি মাদরাসায় পড়ছেন। তার বাবা ইনামুল হোসাইনও কোরআনের হাফেজ। 

জানা গেছে, ২০২৩ সালে ইরানে অনুষ্ঠিত ৩৯তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় হন মাহমুদুল হাসান। দেশটির ধর্ম মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত ওই কোরআন প্রতিযোগিতায় ৮০টি দেশের মোট ১৫০ জন অংশ নেয়। ২২ ফেব্রুয়ারি তেহরানের সামিট হলে সমাপনী অনুষ্ঠানে প্রয়াত রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসির হাত থেকে তিনি প্রতিযোগিতায় তৃতীয় হওয়ার পুরস্কার গ্রহণ করেন। এ সময় প্রয়াত প্রেসিডেন্ট রাইসি তার ভূয়সী প্রশংসা করেছিলেন।

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের দুই সদস্য …
  • ০৯ জানুয়ারি ২০২৬
কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে চট্টগ্রামগামী বাস উল্টে নিহত ২, …
  • ০৯ জানুয়ারি ২০২৬
সারা দেশে ভয়েস ওভার ওয়াই-ফাই কলিং সেবা চালু করল বাংলালিংক
  • ০৯ জানুয়ারি ২০২৬
ইরানে সরকারি টেলিভিশন ভবনে অগ্নিকাণ্ড
  • ০৯ জানুয়ারি ২০২৬
ঢাকা ক্যাপিটালসের প্রধান নির্বাহীর ফোন জব্দ
  • ০৯ জানুয়ারি ২০২৬
ইরানে রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ
  • ০৯ জানুয়ারি ২০২৬