খালেদা জিয়া রাষ্ট্রপতি ও তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার বক্তব্যের বিষয়ে যা জানালেন রিজভী
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৫ AM , আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:২২ PM

সম্প্রতি, বিএনপির কিছু নেতা তাদের বক্তব্যে বলেছেন, ‘আগামী জাতীয় নির্বাচনে বিএনপি জয়ী হলে খালেদা জিয়া রাষ্ট্রপতি ও তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন।’ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে এ বিষয়ে গণমাধ্যমের সাথে কথা বলেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, ‘আমাদের কিছু কিছু নেতা ফেসবুকে বা বিভিন্ন জায়গায় বক্তব্যে বলছেন, আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, দেশনেত্রী বেগম জিয়া রাষ্ট্রপতি হবেন। এটি তাদের ব্যক্তিগত অভিমত হতে পারে। কিন্তু এটি আমাদের দলের অবস্থান নয়।’
আগে স্থানীয় সরকার নাকি জাতীয় নির্বাচন—এই বিতর্কে অন্তর্বর্তীকালীন সরকারের অংশ নেওয়া উচিত নয় মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, ‘এই সরকারকে জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিতে হবে। জনগণ নিরপেক্ষ ভোটের মাধ্যমে যে সরকার গঠন করবে তারাই নির্ধারণ করবে স্থানীয় সরকার নির্বাচন বা অন্যান্য নির্বাচন কখন হবে।’
জনগণের মধ্যে আস্থা তৈরি করার জন্য একটি অবাধ, সুষ্ঠু অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, ‘কোনো বিতর্ক করে জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার কিছুই নেই।’
একুশের চেতনা নিয়ে আশাবাদ ব্যক্ত করে এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘যদি আবার কখনো কোনো ফ্যাসিজমের উত্থান ঘটে, কোনো স্বৈরশাসকের উত্থান ঘটে, ২১শে ফেব্রুয়ারি আমাদের দামাল ছেলেদের দেশের জনগণকে রাজপথে নেমে লড়াই করতে উদ্বুদ্ধ করবে।’