পুলিশকে বেদম পেটালো কিশোর গ্যাং

  © সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের হামলার শিকার হয়েছে পুলিশ। আসামি ধরতে গিয়ে পুলিশ এই হামলার শিকার হয়। এতে ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মোহাম্মদপুরের বসিলার বোর্টঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন- মোহাম্মদপুর থানার এসআই আফজালুল হক, জসীমউদ্দীন, খোরশেদ আলম ও এএসআই সোহেল রানা। 

আরো পড়ুন: সহজেই হোয়াটসঅ্যাপে কল রেকর্ড করবেন যেভাবে

জানা যায়, সন্ধ্যায় বসিলার বোর্টঘাট এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের করা মামলার আসামিদের ধরতে অভিযানে গেলে নারী-পুরুষ মিলে পুলিশ সদস্যদের ঘেরাও করে। পরে তারা পুলিশ সদস্যদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। ওই ঘটনায় ৪ পুলিশ আহত হলে তাদের হাসপাতালে নেওয়া হয়।

এ বিষয়ে ডিএমপির তেজগাঁও বিভাগের ডিসি ইবনে মিজান জানান, বুধবারের এ ঘটনার পর ঘটনাস্থলে অভিযান চালায় যৌথবাহিনী। ওই অভিযানে ১৯ জন কিশোর গ্যাংয়ের সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

আরো পড়ুন: এবার আওয়ামী লীগ নেতা নাসিমের বাড়িতে অগ্নিসংযোগ

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান ফ্যাসিস্ট শেখ হাসিনা। এরপর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা বেসামাল হয়ে পড়ে। পরে অন্তর্বর্তী সরকার ক্ষমতা নিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ শুরু করেন। অভ্যুত্থান পরবর্তী সময়ের থেকে এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে। পাশাপাশি আরও ভালো করতে সর্বদা কাজ করে যাচ্ছে সরকার।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence