অগস্টের ‘ছবি’ ফিরল ফেব্রুয়ারির বাংলাদেশে!— হেডলাইনে কী ইঙ্গিত দিল আনন্দবাজার?

০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:১৩ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৪:০৭ PM
গুঁড়িয়ে ফেলা ধানমন্ডি ৩২ এর বাড়ি

গুঁড়িয়ে ফেলা ধানমন্ডি ৩২ এর বাড়ি © সংগৃহীত

রাজধানীর ঢাকা বিশেষত ধানমন্ডিতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর ‘অগস্টের ‘ছবি’ ফিরল ফেব্রুয়ারির বাংলাদেশে!’ সংবাদ প্রকাশ করেছে পশ্চিমবঙ্গে গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা।

শিরেনামের মাধ্যমে কী ইঙ্গিত দিল আনন্দবাজার? সংবাদটিতে বলা হচ্ছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল অধিবেশনে যোগদানের ঘোষণা দেয়ার পরপরই রোষে ফেটে পড়েন বাংলাদেশের ছাত্রসমাজ। বুলডোজার, ক্রেন এনে ৩২ নম্বর ধানমন্ডি গুঁড়িয়ে দেয়া হয়। তাছাড়াও শেখ মুজিব ও শেখ হাসিনার ম্যুরালসহ ভেঙে দেয়া হয় বিভিন্ন জেলা ও উপজেলার আওয়ামী লীগের কার্যালয়। ভাঙচুর অগ্নিসংযোগের পাশাপাশি চলছে লুটপাটও।

সংবাদের কমেন্ট বক্সে আব্দুল জাব্বার নামে একজন লিখেছেন, ‘মেজর ডালিমকে দেশে এনে আইনের আওতায় আনা হোক। মেজর ডালিমের কারণেই আজকের এই বাংলাদেশ আমাদের দেখতে হচ্ছে। সেদিন সমূলে উৎপাটন করলে আজকের এই বাংলাদেশ দেখতে হতো না।’

মনিরুল ইসলাম লিখেছেন, ‘৭১-এর পরাজয়ের প্রতিশোধ নিচ্ছে।’ তানভীর লিখেছেন, ‘বাংলাদেশ যথেষ্ট স্থিতিশীল রয়েছে। কিন্তু এই দেশে কোন ফ্যাসিজমের চিহ্ন থাকবে না।’

আনন্দবাজারের সংবাদে বলা হয়, ধানমন্ডির ৫/এ-তে শেখ হাসিনার বাড়ি সুধা সদনেও আগুন ধরিয়ে দেওয়া হয় বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে সাড়ে ১০টার পরে ধানমন্ডিতে হাসিনার বাসভবনে আগুন ধরিয়ে দেন কয়েকজন। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত আগুন জ্বললেও হামলার আশঙ্কায় তা নেভাতে যাননি দমকলকর্মীরা। রাজধানী ঢাকার অদূরে সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বুধবার রাতে বঙ্গবন্ধু মুজিব এবং হাসিনার ম্যুরাল ভেঙে দেন বিক্ষোভকারীরা। জাবির আল বেরুনী হলের দেয়ালে আঁকা বঙ্গবন্ধুর গ্রাফিতিও রং দিয়ে মুছে দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা।

রাত থেকেই ঢাকার বাইরেও ক্রমশ ছড়াতে শুরু করে হাসিনা-বিরোধী রোষ। খুলনার ময়লাপোতা এলাকায় ইতোমধ্যেই ভেঙে দেওয়া হয়েছে ‘শেখ বাড়ি’। এটি ছিল মূলত হাসিনার কাকার বাড়ি। বুধবার রাতে সিটি করপোরেশনের দু’টি বুলডোজার নিয়ে বাড়িটি গুঁড়িয়ে দেওয়া হয়। কুষ্টিয়ায় বুলডোজার চলেছে প্রাক্তন আওয়ামী লীগ সাংসদ মাহবুব উল আলম হানিফের বাড়িতে। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কাছে তাদের দাবি, আওয়ামী লীগকে ‘নিষিদ্ধ’ ঘোষণা করতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নামফলক ভেঙে দেন শিক্ষার্থীরা। নতুন নামকরণ করা হয় ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল’।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারটি আবাসিক হল ও একটি স্কুলের নামফলক ভেঙে নতুন নামকরণ করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। রাবির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘বিজয়-২৪ হল’, নির্মাণাধীন শহিদ এএইচএম কামারুজ্জামান হলের পরিবর্তে ‘শহিদ আলি রায়হান হল’, শেখ হাসিনা হলের পরিবর্তে ‘ফাতিমা আল-ফাহরিয়া হল’ এবং শেখ ফজিলাতুন্নেসা হলের পরিবর্তে ‘নবাব ফয়জুন নেসা চৌধুরানী’ নাম দিয়ে ব্যানার ঝুলিয়ে দেন তারা। এ ছাড়া শেখ রাসেল মডেল স্কুলের নাম পরিবর্তন করে ‘রিয়া গোপ মডেল স্কুল’ করা হয়।

বুধবার রাত সাড়ে ১২টা নাগাদ ভোলা সদরের গাজীপুর সড়কে ‘প্রিয় কুটির’ নামে একটি বাড়িতে আগুন ধরানো হয়। এটি আওয়ামী লীগ নেতা তথা প্রাক্তন মন্ত্রী তোফায়েল আহমেদের বাড়ি। ৫ আগস্টে পালাবদলের পরে অবশ্য আর ভোলার ওই বাড়িতে যাননি তোফায়েল। রাত ১টা নাগাদ কুমিল্লার মুন্সেফবাড়ি এলাকায় প্রাক্তন সাংসদ বাহাউদ্দীন বাহারের বাড়িতেও ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয় বলে অভিযোগ। পিরোজপুরে জাতীয় সংসদের প্রাক্তন সদস্য একেএমএ আউয়াল এবং তার ভাই তথা মেয়র হাবিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয় উন্মত্ত জনতা।

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাড়িতে আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) হামলা চালিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলার সদস্যরা। 

৪৬তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ নিয়ে যা বললেন পিএসসি চেয়ারম…
  • ২৯ জানুয়ারি ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয়: ছাত্রী হলে অব্যবস্থাপনা, চরম দুর্ভোগ
  • ২৯ জানুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যেকোনো আগ্রাসনের শক্তিশালী জবাব দেবে…
  • ২৯ জানুয়ারি ২০২৬
দুইদিনে সোনার দাম বাড়ল ২৩ হাজারের বেশি, আজ ভরি কত?
  • ২৯ জানুয়ারি ২০২৬
শাবিপ্রবিতে ভর্তির তারিখ ঘোষণা, ভর্তিচ্ছুদের জন্য ৬ নির্দেশ…
  • ২৯ জানুয়ারি ২০২৬
শেরপুরের জামায়াত নেতা হত্যার ঘটনায় চরমোনাই পীরের উদ্বেগ
  • ২৯ জানুয়ারি ২০২৬