‘ঈদ মোবারক’ স্লোগানে মুখরিত ধানমন্ডি ৩২

  © সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর ৩২ নম্বর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের পরে বিভিন্ন রকম স্লোগান দিয়েছে ছাত্র-জনতা। এ সময় স্লোগানে তারা বলেন, ‘৩২ শে ঈদ মোবারক, চলছে দেখো ঈদ মোবারক, দিনদুপুরে ঈদ মোবারক, রাতভর ঈদ মোবারক, লাগছে মনে ঈদ মোবরক, কী যে মজা ঈদ মোবরক।’

আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর ৩২ নম্বর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ পরে এসব স্লোগান দেন ছাত্ররা। এ সময় তারা বলেন, দিল্লির দালালেরা, দিল্লি চলে যাও। এ দেশে তোমাদের জায়গা হবে না।

এ সময় ছাত্র-জনতা বলেন, ‘বাংলার জমিনে দালালদের কোন চেয়ার থাকতে পারে না। এই বাংলাদেশে দিল্লির মতো করে চলতে পারে না। বাংলাদেশ ঢাকা ও বাংলাদেশের জনগনের নিদের্শনায় চলতে হবে । যারা দেশ প্রেম বাদ দিয়ে দিল্লির দালালি করে তাদের রাজনৈতিক প্ল্যাটফর্ম দেখতে চায় না।

আজ বৃহস্পতিবার সকালের দিকে আবারও শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি ভাঙা হয়। সকাল ৯টা ৫০ মিনিটের পরে আবারও এক্সকাভেটর চালু করা হয় ভবনটি ভাঙতে। পরে সাড়ে ১০টার দিকে এক্সকাভেটর দিয়ে ভাঙা বন্ধ হয় এবং সেটি নিয়ে যাওয়া হয়। তবে এরপরও মানুষকে হাতুড়ি, শাবল দিয়ে ভাঙতে দেখা গেছে।

এ আগে বুধবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশকে ‘ফ্যাসিবাদের তীর্থভূমি’ মুক্ত করার ঘোষণা দেওয়ার পর বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করা হয়।  ৩২ নম্বরের আশপাশের কয়েকটি বাড়িতেও ভাঙচুর চালানো হয়। রাত ১১টায় ৩২ নম্বরের বাড়িটি ভাঙার জন্য বুলডোজারের জন্য বাড়িটির সামনে অপেক্ষা করছিলেন ছাত্র-জনতা। এ সময় ৩২ নম্বরের পাশের রাস্তা দিয়ে একটি ক্রেন যাচ্ছিল। বুলডোজার ভেবে আটকানো হয় ক্রেনটি। পরে সেই ক্রেন নিয়ে আসা হয় বাড়িটির সামনে। এ সময় উচ্ছ্বাস প্রকাশ করেন তাঁরা। সেই ক্রেন দিয়েই বাড়িটি ভাঙার শুরু করা হয়।

 


সর্বশেষ সংবাদ