ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটিতে পদ পেলেন যারা

যুবদলের লোগো
যুবদলের লোগো  © সংগৃহীত

ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বর্ধিত করা হয়েছে। আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর উত্তর যুবদলে শরীফ উদ্দিন জুয়েলকে আহ্বায়ক ও সাজ্জাদুল মিরাজকে সদস্য সচিব করে ঢাকা মহানগর উত্তর যুবদলের ইতোপূর্বে ঘোষিত আহ্বায়ক কমিটি (আংশিক) বর্ধিত করা হয়েছে। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন আজ এই কমিটি অনুমোদন করেন।

ঢাকা মহানগর উত্তর যুবদলের ৩৬ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি (আংশিক) উল্লেখ করা হলো-

আহ্বায়ক শরীফ উদ্দিন ঝুনু, যুগ্ম আহ্বায়কগণ হলেন-মনিরুল ইসলাম মন্টু, সাইফুল ইসলাম মামুন, আনোয়ার হোসেন, হাসান হোসেন নওশাদ, আলমগীর হোসেন, জুনায়েদ আহমেদ, জসীম উদ্দিন, মো. মনিরুল ইসলাম মনির, সালেহ আহমেদ চৌধুরী, মানিক। 

কমিটিতে সদস্য সচিব সাজ্জাদুল মিজান এবং সদস্যগণ হলেন- হাবিবুর রহমান সুমন, বেলাল হোসেন, আনিসুর ইসলাম, সেলিম আহমেদ রেজা, আজিজুর রহমান অভি, রাশেদুল হাসান বনি, মাহমুদ মোল্লা, নূরুল হুদা, কামরুল ইসলাম, কামরুল হাসান, ফরহাদ হোসেন সজিব, সালাহ উদ্দিন বাবু, ইলিয়াস হোসেন ফকির, মনিরুল হাসান পিটু, ফাইজুল ইসলাম হুইয়া, সোহেল রহমান, নয়ন ইসলাম রাব্বি, শফিকুল রাজ খালেদ, মো. সাইদুল সরদার, নাজমুল হাসান লিটন, সাদিকুল রহমান সাদিক, মাহবুবুর রহমান মামুন, অনুরূপ রানা ও আরিফ হোসেন। 


সর্বশেষ সংবাদ