জুলাই গণঅভ্যুত্থানে নারীদের অংশগ্রহণ স্মরণে চিত্র প্রদর্শনী শুরু

জুলাই গণঅভ্যুত্থানে নারীরা
জুলাই গণঅভ্যুত্থানে নারীরা   © সংগৃহীত

জুলাই আন্দোলনে নারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল। তাদের অংশগ্রহণকে  স্মরণ করতে তিন দিনব্যাপী চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে ‘জুলাই ম্যাসাকার আর্কাইভ’ নামের একটি গবেষণামূলক সংগঠন।   ‘অ্যা  জার্নি থ্রো জুলাই’ শীর্ষক প্রদর্শনীটি আজ শুরু হয়ে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত উন্মুক্ত থাকবে। 

শনিবার (১ ফেব্রুয়ারি)  রাজধানীর পান্থপথের দৃক্ গ্যালারিতে ‘আ জার্নি থ্রো জুলাই’ শীর্ষক    প্রদর্শনীটি শুরু হবে। সোমবার (৩ ফেব্রুয়ারি) পর্যন্ত প্রদর্শনীটি  বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।

আয়োজকরা জানিয়েছেন, ‘অ্যা জার্নি থ্রো জুলাই’ শীর্ষক প্রদর্শনীতে স্থান পেয়েছে জুলাই অভ্যুত্থানে নারীদের অংশগ্রহণের বিভিন্ন স্থিরচিত্র। কোটা সংস্কার আন্দোলন থেকে স্বৈরাচার পতনের এক দফা আন্দোলনে রূপান্তরের বিষয়টি মাথায় রেখে প্রদর্শনীটি সাজানো হয়েছে। এছাড়াও জুলাই আন্দোলন চলাকালে পৃথিবীর বিভিন্ন দেশের সংবাদমাধ্যমগুলো কেমন সংবাদ প্রচার করেছে তার একটি সংক্ষিপ্ত গবেষণাও দেখানো হবে এই আয়োজনে। 

তারা আরও জানান, পৃথিবীর বিভিন্ন দেশের আন্দোলনের সঙ্গে বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের সাদৃশ্য নিয়ে আয়োজন করা হয়েছে এই চিত্র প্রদর্শনী। এটিই এই আয়োজনের  সবচেয়ে আকর্ষণীয় দিক। আন্দোলনের সময় পুলিশি নিপীড়ন থেকে শুরু করে স্বৈরাচারের ব্যাপারে মানুষের ক্ষোভ প্রকাশের বৈশ্বিক ভাষা যে মিলেমিশে একাকার হয়ে গেছে, তা পাশাপাশি ছবি রাখার মাধ্যমে উপস্থাপন করা হবে। এতে করে পৃথিবীর মুক্তিকামী মানুষের চিন্তার জগতের সদৃশতা বুঝতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেছে আয়োজকরা।   

জুলাই অভ্যুত্থান বিষয়ক সেলের সেল সম্পাদক এবং  জুলাই আর্কাইভের প্রতিষ্ঠাকালীন সদস্য হাসান ইনাম  বলেন, ‘আমরা হাসিনার পালানোর পর থেকেই জুলাই আর্কাইভের কাজ শুরু করি। তখন থেকেই বিভিন্ন ছবি, ভিডিও, শহীদদের জীবনী সংগ্রহের কাজ করতে থাকি। আমরা ধীরে ধীরে এটার প্রদর্শনী শুরু করছি।  জুলাই ম্যাসাকার আর্কাইভ নামের একটি ওয়েবসাইট ইতিমধ্যে বানানো হয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘আমরা শিগগিরই সেখানে সবকিছু আপলোড শুরু করবো। আজকের এই প্রদর্শনীটি আমাদের প্রথম প্রদর্শনী। এর আগে আমরা ১০ মিনিটের একটি ডকুমেন্টারি বানিয়েছিলাম যা সারাদেশে ব্যাপক আলোড়ন তৈরি করেছিলো।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence