আগামীর সরকার হবে বিএনপির সরকার, বেগম খালেদা জিয়ার সরকার: আমানউল্লাহ আমান

আমানউল্লাহ আমান
আমানউল্লাহ আমান  © সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আমানউল্লাহ আমান বলেছেন, যত দ্রুত সম্ভব অন্তর্বর্তীকালীন সরকারকে একটি জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। নির্বাচনে জনগণের আকাঙ্ক্ষার সরকার প্রতিষ্ঠিত হবে। আগামীর সরকার হবে বিএনপির সরকার, বেগম খালেদা জিয়ার সরকার।

শুক্রবার (৩১ জানুয়ারি) কেরানীগঞ্জের চড়াইল মাঠে নুরুল হক উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে অতিথির বক্তৃতায় আমানউল্লাহ আমান এ কথা বলেন।

বিএনপির চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দীর্ঘ ১৬ বছরে যেসব দল আন্দোলনে ছিল, তাদের নিয়েই একটি জাতীয় সরকার গঠন করা হবে। সেই সরকার হবে গণতান্ত্রিক সরকার। সেই সরকারে সব দলের প্রতিনিধি থাকবে। তিনি বলেন, ‘সর্বশেষ জুলাই-আগস্ট বিপ্লবে যারা শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তাদের রক্তের বিনিময়ে আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি। তাই এই বাংলাদেশকে আমাদের সামনের দিকে এগিয়ে নিতে হবে।’

চড়াইল নুরুল হক উচ্চবিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সভাপতি মনির হোসেন, সহসভাপতি শামীম হাসান, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী প্রমুখ।

 


সর্বশেষ সংবাদ