বিএনপির দুই পক্ষের জনসভায় নিষেধাজ্ঞা দিল প্রশাসন

  © সংগৃহীত

প্রশাসনের আনুমতি না নিয়ে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা বিএনপি ও সাবেক এমপি আব্দুল গফুর ভূঁইয়ার জনসভায় নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন। ২০০ মিটারের মধ্যে বিএনপির দু’পক্ষ জনসভা করায় নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন। আজ বুধবার (২৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে জনসভাস্থলে এসে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর পক্ষ থেকে এ নিষেধাজ্ঞা প্রদান করেন নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমিন সরকার।

উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চাকমা, নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ এ কে ফজলুল হক, সেকেন্ড অফিসার সমর বড়ুয়া ও নাঙ্গলকোটে দায়িত্বরত সেনা কর্মকর্তাবৃন্দ।

এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও নাঙ্গলকোট উপজেলা আহ্বায়ক নজির আহম্মেদ ভূঁইয়া, সদস্য সচিব আনোয়ার হোসেন নয়ন, নাঙ্গলকোট পৌরসভা বিএনপি আহ্বায়ক আব্দুল বাতেন মেম্বার, সদস্য সচিব অব্দুল কাদের জিলানী প্রমুখ। 

বিএনপি সমর্থিত সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়ার জনসভা মঞ্চে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট পৌরসভা বিএনপি সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন মুকুল, উপজেলা ছাত্রদল সাবেক সভাপতি মাজহারুল ইসলাম ছুফু, মৌকরা ইউনিয়ন সাবেক চেয়ারম্যান কলিম উল্লাহ, যুবদল নেতা সেলিম জাহাঙ্গীর মন্টু প্রমুখ।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার উভয় পক্ষকে অনুমতি ছাড়া সমাবেশ করতে নিষেধ করেন। 


সর্বশেষ সংবাদ