দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে রাঙ্গামাটিতে জেলা প্রশাসনের বাজার মনিটরিং

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার মনিটরিং করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার মনিটরিং করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ  © টিডিসি

পবিত্র রমজান মাসকে সামনে রেখে  নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা শহরের ৯টি ওয়ার্ডের ওএমএসের চাল বিতরণ কার্যক্রম এবং বনরূপা বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার মনিটরিং করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ।

আজ বুধবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসনের মনিটরিং টিম ওএমএস কার্যক্রম পরিদর্শন শেষে বনরূপা বাজার পরিদর্শন  করে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমীন, জেলা প্রশাসনের এনডিসি মো. শামীম আহমেদ, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রুপময় চাকমা, ট্যাগ অফিসার কনক বড়ুয়া, বৃহত্তর বনরূপা ব্যবসায়ী সমিতির সহসভাপতি মো. জসীম উদ্দিন, সাধারণ সম্পাদক তাপস দাশ প্রমুখ।

আরও পড়ুন: বরগুনায় চলছে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ জানান, ‘পবিত্র রমজান মাসকে সামনে রেখে  নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম স্থিতিশীল রাখতে আমরা জেলা প্রশাসনের পক্ষ আজ সকাল থেকেই ওএমএস কার্যক্রম ও বনরূপা বাজার পরিদর্শন করেছি।’

কেউ যাতে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি করতে না পারে, সে জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান জেলা প্রশাসক।


সর্বশেষ সংবাদ