যে ভালো খবর দিলেন পিনাকী ভট্টাচার্য
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ০৯:৪৬ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:৫৬ AM
অনলাইন অ্যাকটিভিস্ট, লেখক এবং ব্লগার পিনাকী ভট্টাচার্য সমসাময়িক রাজনীতি ও অন্যান্য প্রসঙ্গে নিয়মিত লেখালিখ করেন, ভিডিও কনটেন্ট তৈরি করেন। এ কারণে সামায়িক যোগাযোগমাধ্যমে আছে তার ব্যাপক জনপ্রিয়তা। ছাত্র-জনতার অভ্যুুত্থান ও অন্যান্য প্রসঙ্গে নিয়েও নানা ব্যাখা-বিশ্লেষণ ও ঘটনাপ্রবাহ তুলে ধরেন তিনি। প্রচার করেন নিজস্ব অভিমত। ছাত্র-জনতার অভ্যুত্থানে গণহত্যায় জড়িত এক পুলিশকে গ্রেপ্তারের কথা জানান তিনি।
জানা গেছে, জুলাই আন্দোলনে গোটা রামপুরা এলাকায় উত্তাল ছিল। আন্দোলনে সময় রামপুরা-বনশ্রীর মেরাদিয়া বাজারে গুলি চালায় পুলিশ। অনেকে চলে যেতে পারলেও এক কিশোর একটি নির্মানাধীন বিল্ডিংয়ের ৪ তলা কার্ণিশে ঝুলেছিলেন। কিন্তু উপর থেকে তাকে দেখে গুলি করে পুলিশ।
রবিবার (২৬ জানুয়ারি) পিনাকী ভট্টাচার্য তার ভেরিফায়েড ফেসবুকে পোস্ট দিয়েছেন, জানিয়েছেন ওই পুুলিশকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি লিখেছেন, ‘সেই ভালো খবরটার কথা বলছিলাম।’
পিনাকী আরও লিখেছেন, ‘মনে আছে রামপুরায় ছাদে ঝুলে লুকিয়ে ছিল একজন ছাত্র। উপর থেকে গুলি করেছিল পুলিশ। সেই পুলিশের এস আই চঞ্চল সরকারকে আইডেন্টিফাই করা হয়েছে, তারপর ধাওয়া করে ধরা হয়েছে খাগড়াছড়িতে। তিনি স্বীকারোক্তিও দিয়েছেন।’
এ সম্পর্কে পরে বিস্তারিত জানাবেন পিনাকী তা উল্লেখ করে লিখেছেন, ‘এটা একটা অবিশ্বাস্য গোয়েন্দা কাহিনী। পরে জানাবো এই অবিস্মরণীয় কাজটা সরকারের বিশেষায়িত টিমের কে কে করেছেন। প্রাউড অব ইউ কমরেডস। ইনকিলাব জিন্দাবাদ।’