বাংলাদেশ-ভারত সীমান্ত © সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জের তেলকুপি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন। শনিবার (২৫ জানুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের বরাতে শাহবাজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নিজামুল হক বলেন, ‘গমক্ষেতে পানি দেওয়ার জন্য সীমান্ত এলাকায় গিয়েছিলেন হাবিল। সেখানে বিএসএফের গুলিতে আহত হন তিনি।’
রাজশাহীর হাসপাতালে ভর্তির সময় হাবিল বলেন, ‘আমি গমক্ষেতে পানি দিতে গিয়েছিলাম। এ সময় ভারতীয় অংশে বিএসএফ দাঁড়িয়ে ছিল। পানির মোটর চালুর করার সময় আমাকে লক্ষ্য করে গুলি ছুড়ে বিএসএফ।’
স্থানীয় বাসিন্দাদের বরাতে শাহবাজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নিজামুল হক বলেন, ‘গমক্ষেতে পানি দেওয়ার জন্য সীমান্ত এলাকায় গিয়েছিলেন হাবিল। সেখানে বিএসএফের গুলিতে আহত হন তিনি।’
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ‘ওই ব্যক্তি ভারতে অনুপ্রবেশ করে মাদক আনতে গিয়ে শনিবার ভোরে বিএসএফের গুলিতে আহত হয়েছেন। এ ব্যাপারে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।’
এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর বিশ্বাস বলেন, ‘প্রাথমিকভাবে দেখা গেছে ওই রোগীর পিঠের ডান দিকে গুলি লেগেছে। তার অবস্থা স্থিতিশীল হলেও শঙ্কামুক্ত নন। অস্ত্রোপচারের মাধ্যমে তার শরীরে থাকা গুলিটি বের করা হবে।’