স্বামীর মৃত্যুতে শোকে ৪ ঘণ্টা পর মারা গেলেন স্ত্রীও
- নেত্রকোণা প্রতিনিধি
- প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ১২:০৯ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১২:০১ PM
নেত্রকোণায় বিদ্যুতায়িত হয়ে স্বামী রফিকুল ইসলাম ফকিরের মৃত্যুর শোক সইতে না পেরে ৪ ঘণ্টা পর হার্ট অ্যাটাকে মারা গেছেন তার স্ত্রী রীনা পারভীন। বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফিসারিতে কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হন রফিকুল। পরে তাকে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ স্বামী-স্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। রফিকুল জেলা শহরের দক্ষিণ সাতপাই এলাকার মৃত নূরুল হক মাস্টারের ছেলে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফিসারির মোটরের সুইচ দিতে গিয়ে রফিকুল বিদ্যুতায়িত হন। পরে তাকে হাসপাতালে নেয়া হলে তিনি মারা যান। তার মৃত্যুর শোক সইতে না পেরে স্ট্রোক করেন তার স্ত্রী রীনা পারভীন। পরে গুরুতর অবস্থায় তাকে প্রথমে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আরো পড়ুন: পরীক্ষা ছাড়াই ছাত্রলীগ নেত্রীকে পাসে জড়িত থাকা এক শিক্ষককে অব্যাহতি
সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রীনা পারভীন।