‘সরকারে থেকে ছাত্ররা নির্বাচন করলে, রাজনৈতিক দলগুলো মেনে নেবে না’

২৩ জানুয়ারি ২০২৫, ১০:৩০ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:১০ PM
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মির্জা ফখরুল ইসলাম আলমগীর © সংগৃহীত

‘ছাত্ররা রাজনৈতিক দল গঠন করার পরও যদি সরকারে তাদের প্রতিনিধি থাকে তাহলে সরকার নিরপেক্ষ থাকতে পারবে না। এভাবে তারা নির্বাচন করতে চাইলে রাজনৈতিক দলগুলো মেনে নেবে না।’ 

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিবিসি বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন বিএনপি মহাসচিব  মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২২ জানুয়ারি) সাক্ষাৎকারটি প্রকাশ করেছে বিবিসি বাংলা। 

নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘আমরা দ্রুত নির্বাচন চাই।  আমরা চাই যৌক্তিক সময়ের মধ্যে ন্যূনতম সংস্কার করে যত দ্রুত সম্ভব জাতীয় সংসদ নির্বাচন করা। এটা সম্ভব (পসিবল) যদি সরকার (গভর্নমেন্ট) চায়। সরকার চাইলে জুন-জুলাইয়ের মধ্যে বা আগস্টের মধ্যে নির্বাচন করতে পারে।’ 

নির্বাচন যে সময়ের মধ্যে আশা করছেন, সেটা না হলে পদক্ষেপ কী হবে জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, ‘সেক্ষেত্রে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব। আমাদের পার্টিতে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব এবং আমাদের সঙ্গে যারা আন্দোলনে ছিলেন-আছেন, তাদের সঙ্গেও আমরা আলোচনা করব। আলোচনা করে একটা সিদ্ধান্ত নেব।’

সংস্কার নিয়ে বিএনপির এই নেতা  বলেন, ‘অন্তর্বর্তী সরকার  যতগুলো সংস্কারের মধ্যে হাত দিয়েছেন, সেগুলো করতে  গেলে আগামী দশ বছরের মধ্যেও শেষ হবে না।  সংস্কার একটা চলমান প্রক্রিয়া। দুই বছর আগে রাষ্ট্র মেরামতের ৩১ দফা দিয়েছি আমরা। তার মধ্যে এই বিষয়গুলো তো রয়েছে।’

নির্বাচন পর্যন্ত এ সরকার থাকবে কি না তা নিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘যদি সরকার পূর্ণ নিরপেক্ষতা পালন করে, তাহলেই তারা নির্বাচন  পর্যন্ত থাকবেন। তা না হলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। নিরপেক্ষতার প্রশ্ন আসতে পারে। কেননা, আমরা  লক্ষ্য করছি  ছাত্ররা একটা রাজনৈতিক দল তৈরি করার কথা চিন্তা করছেন। সেখানে যদি ছাত্রদের প্রতিনিধি এই সরকারে থাকে, তাহলে তো নিরপেক্ষ থাকতে পারবে না। এটা হচ্ছে, সম্ভাব্য কথা। কিন্তু যদি তারা মনে করেন  সরকারে থেকেই  নির্বাচন করবেন, তাহলে তো রাজনৈতিক দলগুলো মেনে নেবে না।’

তারেক রহমানের সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান: ছাত্রদল নেতাকে শো…
  • ২৯ জানুয়ারি ২০২৬
৩৫ লাখের মধ্যে ১৭ লাখ শিশুর জন্মই অপ্রয়োজনীয় অস্ত্রোপচারে
  • ২৯ জানুয়ারি ২০২৬
অধিভুক্ত কলেজগুলোতে কম্পিউটার সায়েন্স কোর্সে খণ্ডকালীন শিক্…
  • ২৯ জানুয়ারি ২০২৬
‘স্বাধীনতার স্বপক্ষ শক্তি ও মুক্তিযুদ্ধের দল মিলে স্বাধীনতা…
  • ২৯ জানুয়ারি ২০২৬
২৪ ঘণ্টার মধ্যে গণভোট ব্যানার লাগানোর নির্দেশ জাতীয় বিশ্ববি…
  • ২৯ জানুয়ারি ২০২৬
দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল ছাত্রদল
  • ২৯ জানুয়ারি ২০২৬