যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড
- গাইবান্ধা প্রতিনিধি
- প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ১০:৩৬ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:১৬ PM
গাইবান্ধার সুন্দরগঞ্জে যৌতুকের দাবিতে গৃহবধূ মৌমিতা আক্তার লতা হত্যাকাণ্ডের মামলায় স্বামী নূর মোহাম্মদ ওরফে নয়ন-কে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে এক লাখ টাকা অর্থদণ্ডও করা হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) গাইবান্ধা জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ এস এম নাসিম রেজা এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন আসামি নয়ন। মামলার রায়কে ন্যায়বিচারের প্রতিফলন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাসুদার রহমান মাসুদ।
জানা গেছে, ২০১৯ সালের জানুয়ারিতে পার্শ্ববর্তী চাচীয়া মীরগঞ্জ গ্রামের মৌমিতা আক্তার লতা ও সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়নের পূর্ব সোনারায় গ্রামের নয়ন-এর বিয়ে হয়। তবে সুখ বেশিদিন টেকেনি। বিয়ের মাত্র আট মাসের মাথায় যৌতুকের দাবিতে স্বামী নয়নের হাতে নির্মমভাবে প্রাণ হারান লতা।
জেলা জজ আদালতের (জিআর শাখা) উপ-পরিদর্শক (এসআই) শুভ্র জানান, বিয়ের পর থেকে মৌমিতার ওপর নিয়মিত নির্যাতন চালাতেন স্বামী নয়ন। যৌতুকের টাকা না পেয়ে ২০১৯ সালের ২২ সেপ্টেম্বর গভীর রাতে শ্বাসরোধে হত্যা করেন তিনি।
নিহতের মা গোলেনুর বেগম, মেয়ের মৃত্যুর পর বিচারের আশায় সুন্দরগঞ্জ আমলী আদালতে পিটিশন মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।
রায়ের বিষয়ে অ্যাডভোকেট মাসুদার রহমান বলেন, নারী নির্যাতন ও যৌতুকের বিরুদ্ধে এটি একটি দৃষ্টান্তমূলক রায়। তবে আসামিপক্ষের আইনজীবীরা উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন।
স্থানীয়রা এ রায়ে স্বস্তি প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে এমন অন্যায় রোধে প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করেছেন।