প্রেমিকের সঙ্গে পালাতে গিয়ে সড়কে প্রাণ গেল প্রেমিকার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ০১:৩৫ PM , আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫, ০১:৩৫ PM
যশোরের মনিরামপুরে প্রেমিকের সঙ্গে পালানোর সময় মাটিবাহী ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অনিমা দাস (১৭) নামের এক তরুণী নিহত হয়েছে। এ সময় মোটরসাইকেলের চালক প্রেমিক বাঁধন দাসসহ (১৯) আরেকজন আহত হয়েছেন।
সোমবার (১৩ জানুয়ারি) রাত আটটার দিকে খবর পেয়ে খেদাপাড়া পুলিশ ক্যাম্পের সদস্যরা তরুণীর মরদেহ উদ্ধার করেন। এর আগে সোমবার দুপুরে উপজেলার রাজবাড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
অনিমা উপজেলার এড়েন্দা গ্রামের বিন্দু দাসের মেয়ে। আহত দুই তরুণ উদয় দাস (১৯) ও বাঁধন দাসকে (১৯) পুলিশ পাহারায় মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উদয় একই উপজেলার লাউড়ি গ্রামের সুকুমার দাসের ছেলে। আর বাঁধন ওই এলাকার কালিদাসের ছেলে।
আরও পড়ুন: মুঠোফোনে প্রেমের সম্পর্ক, দেখা করতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার
খেদাপাড়া ক্যাম্প পুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আবদুল হান্নান বলেন, অনিমার সঙ্গে উদয়ের পূর্বপরিচয় ছিল। দুই পরিবার পারিবারিকভাবে তাদের বিয়ের সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু সেই অপেক্ষা মানতে রাজি ছিলেন না অনিমা আর উদয়। সোমবার দুপুরে উদয় তার বন্ধু বাঁধনকে নিয়ে এড়েন্দা গ্রামে আসেন। মোটরসাইকেলে করে অনিমাকে নিয়ে পালাচ্ছিলেন তারা। এ সময় রাজবাড়িয়া গ্রামে মাটিবাহী একটি ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে অনিমার মৃত্যু হয়।
এসআই আবদুল হান্নান আরও বলেন, আহত দুই যুবককে মনিরামপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের অবস্থা স্বাভাবিক আছে। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।