অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ করতে গিয়ে হামলার শিকার তিতাস কর্মীরা

হামলায় আহত তিতাসের কর্মী
হামলায় আহত তিতাসের কর্মী  © সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার সময় তিতাসের কর্মকর্তা ও কর্মচারীদের ওপর হামলা করেছে স্থানীয়রা। বুধবার (৮ জানুয়ারি) জামপুর ইউনিয়নের মিরেরটেক এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

হামলায় তিতাসের উপমহাব্যবস্থাপকসহ পাঁচজন কর্মকর্তা ও কর্মচারী আহত হন। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। পরে সোনারগাঁ থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিতাস গ্যাস সোনারগাঁয়ের মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক সুরজিত কুমার সাহা জানান, জামপুর ইউনিয়নের মিরেরটেক এলাকায় অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয়রা ব্যবহার করছে। ফলে সরকার বিশাল অঙ্কের রাজস্ব হারাচ্ছে। 

তিনি জানান, বুধবার ওই এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান পরিচালনা করা হয়।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদ ও তিতাসের কর্মকর্তা কর্মচারীসহ সোনারগাঁ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। অভিযানে ওই এলাকার প্রায় এক কিলোমিটার গ্যাস সংযোগ লাইনের পাইপলাইন তুলে ফেলা হয়। এক পর্যায়ে স্থানীয়রা ওই এলাকার নারী পুরুষ একত্রিত হয়ে লাঠিসোঁটা, কাঠের টুকরা নিয়ে অতর্কিত হামলা করে। হামলায় সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের উপমহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ শাহাবুদ্দীন, তিতাসের শ্রমিক ইব্রাহিম, খৈয়ম ব্যাপারী, ইমু মিয়াসহ পাঁচজন আহত হম।

আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী বলেন, তিতাসের অভিযানে গ্যাস সংযোগ বিচ্ছিন্নভাবে শতাধিক লোকজন একত্রিত হয়ে হামলা করে। ঘটনার সময় প্রশাসনের পর্যাপ্ত জনবল না থাকায় এমন ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence