পালানোর সময় বিমানবন্দরে শিক্ষার্থী হত্যার আসামী ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

গুলি চালানো নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাহীন
গুলি চালানো নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাহীন  © সংগৃহীত

লক্ষ্মীপুরে ৪ আগস্ট বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর প্রকাশ্যে এলোপাতাড়ি গুলি চালানো নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাহীন আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (৬ জানুয়ারি) রাত ১১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশে পালিয়ে যাওয়ার সময় ইমিগ্রেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেল ৩টায় লক্ষ্মীপুর সদর থানায় ৪ শিক্ষার্থী হত্যা মামলায় শাহীনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। শাহীন লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকার গোলাম মোস্তফার ছেলে।  

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ জানান, ৪ আগস্ট শিক্ষার্থীদের ওপর গুলি চালানো ছাত্রলীগ নেতা শাহীন হত্যাকাণ্ডের এজাহারভুক্ত আসামি। ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। তাকে গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হয়েছে এবং ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের ধরতে অভিযান চলছে।  

৪ আগস্ট দুপুরে লক্ষ্মীপুর শহরের মাদাম ব্রিজ এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর প্রকাশ্যে গুলি চালায় শাহীন। সেই সময় ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়, যা জনমনে ব্যাপক ক্ষোভ তৈরি করে।  

ওইদিন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় ৪ শিক্ষার্থী নিহত এবং ২০০ জনের বেশি শিক্ষার্থী ও জনতা গুলিবিদ্ধসহ আহত হয় প্রায় ৩০০ জন। এ ঘটনায় হত্যাসহ একাধিক মামলা দায়ের করা হয়, যেখানে আওয়ামী লীগ, যুবলীগ ও তাদের অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মীকে আসামি করা হয়।


সর্বশেষ সংবাদ