চাকরিতে পুনর্বহালের দাবিতে অব্যাহতিপ্রাপ্ত এসআইদের সচিবালয়ে অবস্থান

০৫ জানুয়ারি ২০২৫, ১২:০৩ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:১১ PM
অব্যাহতিপ্রাপ্ত এসআইদের অবস্থান কর্মসূচি

অব্যাহতিপ্রাপ্ত এসআইদের অবস্থান কর্মসূচি © ফাইল ছবি

চাকরিতে পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন রাজশাহীর সারদা থেকে অব্যাহতি পাওয়া ৪০তম ব্যাচের পুলিশের উপপরিদর্শকরা (এসআই)। রবিবার (৫ জানুয়ারি)  সকাল ১০টা থেকে সচিবালয়ের ৪ নম্বর গেটের সামনে অবস্থান নেন তারা। 

জানা গেছে, মাঠে ও ক্লাসে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চার ধাপে ৩২১ জন এসআইকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে কর্তৃপক্ষ। এর প্রতিবাদে এ কর্মসূচি পালন করছেন তারা। 

অভিযোগ অস্বীকার করে অব্যাহতিপ্রাপ্ত এক নারী এসআই বলেন,  'শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আমাদের অব্যাহতি দেওয়া হলেও সেদিন একাডেমিতে কোনো বিশৃঙ্খলা ঘটেনি। আমরা নাস্তা খেয়ে ঠিকঠাক প্যারেডে অংশগ্রহণ করেছি। প্রয়োজনে কর্তৃপক্ষ একাডেমির সিসি ক্যামেরা চেক করতে পারেন। তাহলেই প্রমাণ হবে সেখানে কোনো বিশৃঙ্খলা ঘটেনি।'

আরেক নারী এসআই বলেন, 'নাস্তা খাওয়ার সময় বিশৃঙ্খলার অভিযোগে আমাদের অব্যাহতি দেওয়া হয়েছে। কিন্তু যেদিনের ঘটনাকে কেন্দ্র করে আমাকে শোকজের চিঠি দেওয়া হয়েছে, সেদিন তো আমি একাডেমিতে উপস্থিত ছিলাম না। আমি অসুস্থতাজনিত (সিক লিভ) ছুটিতে ছিলাম। তাহলে ঠিক কী কারণে আমাকে অব্যাহতি দিল, বুঝতে পারছি না।'

তিনি আরও বলেন, 'এ ঘটনায় মানসিকভাবে প্রচণ্ড বিপর্যস্ত আছি। সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছি। সবাই আমাদের নানা কটু কথা শোনাচ্ছে।’

আরো পড়ুন: জুলাই আন্দোলনকারী দুই শিক্ষার্থীকে বহিষ্কার, ৬ জনকে আর্থিক দণ্ড

অব্যাহতিপ্রাপ্ত এসআই রবিউল বলেন, 'আমরা দীর্ঘদিন ধরে নিজের পকেটের টাকা দিয়ে প্রশিক্ষণ নিয়েছি। আমরা নিম্নমধ্যবিত্ত পরিবারের সন্তান। আমাদের পরিবার এই চাকরির জন্য কত কিছুই ত্যাগ করেছে, কিন্তু আজ আমরা অব্যাহতিপ্রাপ্ত। এ যন্ত্রণা বোঝানোর মতো নয়।’

সাজেদুল নামের আরেকজন বলেন, 'আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, আইজিপি স্যার বরাবর এবং গুরুত্বপূর্ণ সব দপ্তরে স্মারকলিপি দিয়েছি। কোনো সাড়া পাচ্ছি না। আজ আমরা অবস্থান কর্মসূচি পালন করছি। শান্তিপূর্ণ এ অবস্থান কর্মসূচি শেষে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলন করবো। সেখানে আরও বিস্তারিত তুলে ধরা হবে।’

প্রসঙ্গত, ৪০তম ক্যাডেট এসআই ব্যাচে পুলিশ এইআই পদে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন ৮৫৭ জন। এর মধ্যে প্রশিক্ষণে অংশগ্রহণ করেন ৮২৩ জন। মাঠে ও ক্লাসে বিশৃঙ্খলার অভিযোগ তুলে চার ধাপে ৩২১ এসআইকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর মধ্যে ছেলে ২৮৮ জন, মেয়ে ৩৩ জন।

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বয়লার বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ
  • ১১ জানুয়ারি ২০২৬
৩৯ বছর পর ম্যানসিটির ১০ গোলের তাণ্ডব, লন্ডভন্ড এক্সটার সিটি
  • ১১ জানুয়ারি ২০২৬
বল বাসার চালে পড়ায় গরম পানি নিক্ষেপ; দগ্ধ হয়ে বার্ন ইউনিটে …
  • ১১ জানুয়ারি ২০২৬
সুখটান দেওয়া বিড়ির মধ্যেও দাঁড়িপাল্লার দাওয়াত: বিতর্কিত …
  • ১১ জানুয়ারি ২০২৬
নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্নে ‘আরেকবার চেষ্টা করে দেখার…
  • ১১ জানুয়ারি ২০২৬
চট্টগ্রামে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9