‘সাত বিয়ে’ নিয়ে মুখ খুললেন সোহেল তাজ

তানজিম আহমেদ সোহেল তাজ
তানজিম আহমেদ সোহেল তাজ  © সংগৃহীত

‘আয়রন গার্ল’ শিমুর সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। এ নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা যায়, সোহেল তাজ হাঁটু গেড়ে কনের হাতে আংটি পরিয়ে দিচ্ছেন। এ সময় তাদের ঘিরে উপস্থিত সবাই উচ্ছ্বাস প্রকাশ করেন এবং হাততালি দিয়ে মুহূর্তটি উদযাপন করেন।

এদিকে তার এই পোস্টের পর তার সাতটি বিয়ে করার দাবিতে ফেসবুকের বিভিন্ন আইডিতে পোস্ট করা হয়। সেসব পোস্টে তার সাতটি বিয়ের কারণও ব্যাখ্যা করা হয়।

তবে বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড আইডিতে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন সোহেল তাজ। পোস্টে তিনি লিখেছেন, ‘আপনারা অনেকেই প্রশ্ন করেছেন আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে।’

পোস্টে দুটি আইডির পোস্ট ও কমেন্টের স্ক্রিনশর্ট জুড়ে দিয়ে তিনি লেখেন, ‘আমি কিছুই বলবো না কারণ এটা আমার একান্ত ব্যক্তিগত বিষয়। দুটি কমেন্ট শেয়ার করলাম তা থেকে আপনারাই বুঝে নিন কোনটা সঠিক আর কোনটা মিথ্যা।’

সোহেল তাজ বাংলাদেশের রাজনীতিতে একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। তিনি শহীদ তাজউদ্দীন আহমদের ছেলে। ২০০১ সালের নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

২০০৮ সালে একই আসনে আওয়ামী লীগ থেকে আবারও সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৯ সালের ৬ জানুয়ারি মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান সোহেল তাজ। একই বছরের ৩১ মে ব্যক্তিগত কারণ দেখিয়ে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন তিনি।

আওয়ামী লীগের পতনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দলটির অতীত দুর্নীতি ও অনিয়ম নিয়ে বেশ সমালোচনামুখর তিনি। বর্তমানে তিনি ইনস্পায়ার ফিটনেস সেন্টার পরিচালনা করছেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence