গণঅভ্যুত্থানে শহীদ প্রতিটি পরিবার ৩০ লাখ টাকা পাবে: সারজিস আলম

সারজিস আলম
সারজিস আলম  © সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ প্রতিটি পরিবারকে চলতি মাসে ৩০ লাখ টাকা করে আর্থিক সহযোগিতা দেওয়া হবে বলে জানিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। বুধবার (১ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন তিনি। 

সারজিস আলম বলেছেন, 'শহীদ পরিবারদের আর্থিক সহযোগিতা অব্যাহত থাকবে। এ মাসেই শহীদ পরিবারগুলোকে ৩০ লাখ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। এছাড়া, প্রতিটি বিভাগে একটি করে অফিস স্থাপন করা হবে যাতে নিহত ও আহতদের পরিবারগুলোকে ঢাকায় আসতে না হয়।'

শহীদ পরিবারের  সদস্যদের সাথে ফাউন্ডেশনের  কেউ  খারাপ ব্যবহার করলে তার বিরুদ্ধে  ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। 

আন্দোলনে আহত না হয়েও যারা অর্থ দাবি করেছে তাদের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে উল্লেখ করে সারজিস বলেন, 'জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের তালিকা কেউ যেন প্রশ্নবিদ্ধ না করতে পারে, সে চেষ্টা চলছে।'

তিনি আরও বলেন, 'শহীদ পরিবারের সহযোগিতায় স্বচ্ছতা নিশ্চিত করতে চিকিৎসাপত্রে চিকিৎসকদের সত্যায়ন বাধ্যতামূলক করা হয়েছে। অনেক পরিবারে বিভেদের কারণে সমস্যা হচ্ছে, তা ঠিক করার চেষ্টা চলছে।'

সারজিস জানান, সরকারি হিসাব অনুযায়ী এ আন্দোলনে শহীদ হয়েছেন ৮২৬ জন। এর মধ্যে ৬২৮টি পরিবারকে সহযোগিতা দেওয়া হয়েছে। বাকি রয়েছে ১৯৮টি শহীদ পরিবার। এ ছাড়া আন্দোলনে আহত হয়েছেন ১১ হাজার ৩০৬ জন। তবে সহযোগিতা পেয়েছেন মাত্র ১ হাজার ৬০১ জন। সরকার থেকে প্রাপ্ত তালিকার ভিত্তিতে এ সহায়তা দেওয়া হয়েছে।

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের বর্তমান ব্যাংক হিসাব তুলে সারজিস বলেন, 'ব্যাংকে জমা ছিল ১০৯ কোটি ২০ লাখ ২৩ হাজার টাকা। তা থেকে এখন পর্যন্ত সহযোগিতা দেওয়া হয়েছে ৪৭ কোটি ৩২ লাখ টাকা। বর্তমানে অ্যাকাউন্টে জমা আছে ৬১ কোটি টাকা।' 

উল্লেখ্য, সংবাদ সম্মেলনে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence