ভারতীয় হাইকমিশনে গিয়ে মনমোহন সিংকে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

ড. মুহাম্মদ ইউনূস ভারতীয় হাইকমিশনের শোক বইয়ে স্বাক্ষর করেন
ড. মুহাম্মদ ইউনূস ভারতীয় হাইকমিশনের শোক বইয়ে স্বাক্ষর করেন  © সংগৃহীত

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। মনমোহন সিং গত ২৬ ডিসেম্বর মৃত্যুবরণ করেন।

আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) অধ্যাপক ইউনূস ঢাকায় ভারতীয় হাইকমিশনে গিয়ে ভারতীয় সাবেক প্রধানমন্ত্রীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

হাইকমিশনে খোলা শোক বইয়ে শোকবার্তাও লিখেছেন প্রধান উপদেষ্টা।

শোক বার্তায় ড. ইউনূস ভারতের সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংকে নিজের কাছের বন্ধু হিসেবে উল্লেখ করেন। মনমোহন সিংয়ের মৃত্যুতে তিনি নিজের, বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষে ভারতের জনগণ ও সরকারকে গভীর শোক জানান।

ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বেলা সাড়ে ১১টায় বারিধারায় হাইকমিশনে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান।