নেত্রকোণায় মানসিক ভারসাম্যহীন যুবকের আত্মহত্যা

কেন্দুয়া থানা
কেন্দুয়া থানা   © সংগৃহীত

নেত্রকোণার কেন্দুয়ায় মাজহারুল ইসলাম (৩০) নামে মানসিক ভারসাম্যহীন এক যুবক আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার ( ২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে পৌরসভার মধ্যবাজারে ঘটনাটি ঘটেছে। 

নিহত মাজহারুল ইসলাম কেন্দুয়া উপজেলার কৃত্তনখোলা গ্রামের মৃত অহিদুল ইসলামের ছেলে। 

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় নিহতের স্ত্রী বাড়িতে ছিলেন না। এ সুযোগে নিজ রুমের দরজা বন্ধ করে ঘরের আড়ার সাথে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে মাজহারুল। পরে থানায় খবর দিলে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। 

নিহত মাজহারুল ইসলামের চাচা অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, আমার ভাতিজা একজন মানসিক রোগী। তাকে ডাক্তার দেখানো হলেও আরও কয়েকবার আত্মহত্যার চেষ্টা করে।  

বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান। তিনি বলেন,  লাশ নিতে হলে পরিবারকে আবেদন করতে হবে। না হলে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতালে প্রেরণ করা হবে। 


সর্বশেষ সংবাদ