যুবদলকর্মীর হামলায় দুই সাংবাদিক আহত
- সাতক্ষীরা প্রতিনিধি
- প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৪ PM , আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৪ PM
সাতক্ষীরার তালা উপজেলায় ইসলামকাটি ইউনিয়ন পরিষদে দুই সাংবাদিকের ওপর অতর্কিত হামলা চালিয়েছে যুবদলকর্মী রমজান সরদার (৩৬)। তিনি ঢ্যামশাখোলা গ্রামের মোজাম সরদারের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন জাতীয় দৈনিক আমাদের কণ্ঠের জেলা প্রতিনিধি মো. আক্তারুল ইসলাম ও স্থানীয় দৈনিক সাতক্ষীরার সকালের প্রতিনিধি মো. আতাউর রহমান।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টায় ইসলামকাটি ইউনিয়ন পরিষদের উদ্যোক্তার রুমে ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য ইসলামকাটি ইউনিয়ন পরিষদে একটি সালিশি বৈঠকের আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন সাংবাদিক আক্তারুল ইসলাম ও আতাউর রহমান। এসময় উদ্যোক্তার রুমে আগে থেকেই অবস্থান করছিলেন রমজান সরদার।
সাংবাদিক আক্তারুল রুমে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই রমজান সরদার দেশীয় অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করে। ফলে তিনি গুরুতর জখম হন। একই সঙ্গে আতাউর রহমানকেও বেধড়ক মারধর করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এলাকায় নিজেকে যুবদলের কর্মী পরিচয় দেন রমজান।
আক্তারুল ইসলাম বলেন, ইসলামকাটি ইউনিয়ন পরিষদে আমার এক আত্মীয়ের জমিজমা নিয়ে বিরোধ মীমাংসা কথা ছিল। আমরা সেই কারণে সেখানে উপস্থিত হয়েছিলাম। কিন্তু কোনো কিছু বুঝে উঠার আগেই রমজান সরদার ধারালো অস্ত্র দিয়ে আমার মাথায় আঘাত করে। আতাউরকেও মারধর করা হয়।
এ ব্যাপারে অভিযুক্ত রমজান সরদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি তাদের বলেছিলাম এই সালিশে না থাকতে। তারা কথা না শোনায় বাকবিতণ্ডার একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে।
ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক বলেন, আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না। তবে ঘটনাটি শুনেছি। বিস্তারিত পরে জানাব।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, ঘটনাটি আমরা জেনেছি এবং ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় সাংবাদিকদের উপর হামলার বিষয়টি স্থানীয় এলাকাবাসী এবং পেশাজীবীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। আহত দুই সাংবাদিকের দ্রুত আরোগ্য কামনা এবং সুষ্ঠু বিচার দাবি করেছেন সাতক্ষীরার সাংবাদিক সমাজ।