মীরবাড়ী দূরন্ত ক্লাবের ২০ বছর পূর্তি উপলক্ষে দোয়া মাহফিল ও কম্বল বিতরণ

ক্লাবের সদস্যরা
ক্লাবের সদস্যরা  © টিডিসি ফটো

মীরবাড়ী দূরন্ত ক্লাবের ২০ বছর পূর্তি উপলক্ষে এক দোয়া মাহফিল ও কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ ডিসেম্বর) ক্লাবের পক্ষ থেকে এলাকার হতদরিদ্র লোকজনের মাঝে ৭০টি কম্বল বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোটালীপাড়ার ভাঙ্গারহাট নৌ-তদন্ত কেন্দ্রের প্রধান মো. মোবারক হোসেন, এসআই সফিক, কোটালীপাড়া স্যানিটারি ইন্সপেক্টর মো. সেলিম মীর, সাদুল্লাপুর ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য পবিত্রা বিশ্বাস, ক্লাবের সভাপতি সোহাগ মীর, সহসভাপতি হানিফ মীর, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার হামীম মীর, এবং শাহিন মীর, খোকন মীর, ফজলুল হক মীর, সঞ্জীব বিশ্বাসসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও হতদরিদ্র সাধারণ জনগণ।

অনুষ্ঠানে ক্লাবের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার হামীম মীর সকলের দোয়া ও সহযোগিতা কামনা করে বলেন, এই ক্লাব ভবিষ্যতে মানব কল্যাণে নিয়োজিত থাকতে চায়। সমাজের অবহেলিত জনগোষ্ঠীকে পিছিয়ে না রেখে তাদের জন্য শিক্ষা, স্বাস্থ্য, বিনোদন ও সাংস্কৃতিক কার্যক্রমে সম্পৃক্ততা বাড়াতে আমরা কাজ করে যাব। 

তিনি আরও বলেন, সমাজের অবহেলিত জনগোষ্ঠীকে সাবলম্বী করার জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

এসময় উপস্থিত সবাই ক্লাবের কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে ক্লাবের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence