সুনামগঞ্জে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, গ্রেপ্তার ৪

ভাঙচুরের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চারজনকে গ্রেপ্তার করেছে
ভাঙচুরের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চারজনকে গ্রেপ্তার করেছে  © সংগৃহীত

সিলেট সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলায় সম্প্রতি ধর্ম অবমাননার ঘটনাকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চারজনকে গ্রেপ্তার করেছে। আজ (১৪ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে এই তথ্য নিশ্চিত করা হয়।  

এর আগে গত ৩ ডিসেম্বর দোয়ারাবাজার থানার মংলারগাঁও গ্রামে আকাশ দাস (২০) নামে এক যুবক তার ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্মকে কটাক্ষ করে পোস্ট দেন। পোস্টটি মুছে ফেলা হলেও স্ক্রিনশটের মাধ্যমে তা এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ আকাশ দাসকে সেদিনই আটক করে। তবে উত্তেজিত জনতা তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। নিরাপত্তার স্বার্থে আকাশ দাসকে দোয়ারাবাজার থানার বদলে সদর থানায় স্থানান্তর করা হয়।  

ওইদিন উত্তেজিত জনতা স্থানীয় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, দোকানপাট এবং লোকনাথ মন্দিরে ভাঙচুর চালায়। পরে পুলিশ, সেনাবাহিনী, জেলা প্রশাসক ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।  

এই ঘটনায় পুলিশ তদন্ত করে হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে। আজ ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫০-১৭০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। অভিযুক্তদের মধ্যে চারজন—আলীম হোসেন (১৯), সুলতান আহম্মেদ রাজু (২০), ইমরান হোসেন (৩১) এবং শাজাহান হোসেন (২০)—কে গ্রেপ্তার করা হয়েছে।  

এদিকে, আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনার পেছনে জড়িত অন্যান্যদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে। এলাকাবাসীর মধ্যে নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সচেষ্ট রয়েছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence