‘অন্তর্বর্তী সরকার জাতীয় দিবস ব্যক্তি বা সমাজে চাপিয়ে দেওয়ার পক্ষপাতী নয়’

প্রেস সচিব শফিকুল আলম
প্রেস সচিব শফিকুল আলম  © সংগৃহীত

মুক্তিযুদ্ধের অর্জন, গৌরব ও জাতীয় দিবসকে অন্তর্বর্তীকালীন সরকার যথাযথ সম্মান প্রদর্শন ও বিশ্বাস করে। তবে কখনোই সেগুলো জবরদস্তি কিংবা লোক দেখানো করে তোলে না, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শুক্রবার (১৩ ডিসেম্বর) ফেসবুকে ভেরিফায়েড আইডিতে এসব বিষয়ে এক পোস্টে বলেন তিনি।

পোস্টে শফিকুল আলম বলেন, ‘মুক্তিযুদ্ধের অর্জন ও গৌরব জাতি হিসেবে আমাদের প্রত্যেকের হৃদয়ে ধারণ করার বিষয়। এটা নিয়ে অহেতুক জবরদস্তি কিংবা লোক দেখানো আয়োজন বিষয়টিকে অর্থহীন করে তোলে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়, জাতীয় দিবস ও অর্জনগুলোকে যথাযথ সম্মান প্রদর্শন এবং বিশ্বাস করে। তবে কখনোই সেগুলো ব্যক্তি কিংবা সামাজিক পর্যায়ে জোর-জবরদস্তি করে চাপিয়ে দেওয়ার পক্ষপাতী নয়।’

বর্তমান সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে তিনি বলেন, ‘প্রতি বছর ডিসেম্বর আসতেই বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় বিশেষ ধরনের লোগো, গুগল ডুডলের মতো অ্যানিমেটেড ফিগার ও মিউজিক যুক্ত হতে দেখা যায়। এবার মহান বিজয়ের মাসের বেশ কয়েক দিন পার হয়ে গেলেও বেশির ভাগ গণমাধ্যম এই বিষয়গুলো ব্যবহার করছে না। অন্য সব ক্ষেত্রের মতো এ বিষয়েও তারা সম্পূর্ণ স্বাধীনতা উপভোগ করছে।

কোনো বিষয়ে চাপিয়ে দেওয়া বা বাধা দেওয়ার বিষয়ে প্রেস সচিব বলেন, সরকার তাদের ওপর কোনো বিষয় জোর করে যেমন চাপিয়ে দিতে চায় না, তেমনি কেউ আগ্রহী হয়ে ব্যবহার করলে তাদের তা বন্ধ করতেও বলবে না। স্বাধীন বাংলাদেশে বিজয়ের মাস ও মহান বিজয় সব ধর্ম, বর্ণ, জাতি, শ্রেণি ও পেশার মানুষের সম্মিলিত অংশগ্রহণে উৎসবমুখরভাবে উদ্‌যাপিত হবে, এটাই আমাদের প্রত্যাশা।


সর্বশেষ সংবাদ