মাহফিলে এসে অমুসলিম তিন যুবকের ইসলাম ধর্ম গ্রহণ
- গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
- প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ০১:১৮ PM , আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪, ০১:১৮ PM
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় তাফসিরুল কুরআন মাহফিলে দুজন বৌদ্ধ ও একজন সনাতন ধর্মাবলম্বী ব্যক্তি কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাতে উপজেলার উলানিয়া বন্দরে যুবসমাজের উদ্যোগে মাসজিদুল আয়শা (রা.) মসজিদ মাঠ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
হুমায়ুন কবির ফরাজির সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন ও মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা শাইখ মুহাম্মাদ জামাল উদ্দীন। তিনি অমুসলিম তিনজন যুবককে কালিমা পড়িয়ে মুসলমান করেন।
ইসলাম ধর্ম গ্রহণ করা যুবকেরা হলেন এলটন চাকমা (২৬)। মুসলিম হিসেবে নতুন নাম রাখা হয়েছে আহমদ। পেশায় একজন ব্যবসায়ী। তিনি খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি থানার মুক্তাছড়ি গ্রামের নলিন্দ্র চাকমার ছেলে। অপরজন নয়ন্ত চাকমা। মুসলিম হিসেবে নতুন নাম রাখা হয়েছে নাজমুল আহসান। পেশায় তিনি শিক্ষার্থী। তিনি খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি থানার শুকনাছড়ি গ্রামের নীল কুমার চাকমার ছেলে। তারা দুইজনই এত দিন বৌদ্ধধর্মের অনুসারী ছিলেন।
আরও পড়ুন: পটুয়াখালীতে ৯ ছাত্রী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি
এদিকে হিন্দু ধর্মাবলম্বী সুমন দাস (৫০) কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তার নাম রাখা হয়েছে আবদুল্লাহ। তিনি চাঁদপুর জেলার সদর থানার ঘোষপাড়া এলাকার সুনীল দাসের ছেলে। পেশায় তিনি দিনমজুর।
মাহফিলে উপস্থিত ইসলামী আলেমরা তাদের ধর্মান্তর প্রক্রিয়া সম্পন্ন করেন এবং তাদের ইসলামি জীবনযাত্রার প্রাথমিক দিকনির্দেশনা দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন উলানিয়া স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক মো. এমদাদ হোসেন ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর গলাচিপা উপজেলা শাখার সেক্রেটারি মো. সানাউল্লাহ শামীম।
জানা যায়, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন ও মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা শাইখ মুহাম্মাদ জামাল উদ্দীনের ইসলাম ধর্মের শিক্ষা ও সৌন্দর্য সম্পর্কে আলোচনার বয়ান ও তাফসির শুনে ওই তিনজন নিজেদের জীবনকে ইসলামের পথে পরিচালিত করার সিদ্ধান্ত নেন।