বিআইজিডির জরিপ

শিক্ষার্থীরা দল গঠন করলে ভোট দিতে আগ্রহী ৪০ শতাংশ মানুষ

১২ ডিসেম্বর ২০২৪, ১০:২৩ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১২ PM
প্যানেল আলোচনায় বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণ

প্যানেল আলোচনায় বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণ © সংগৃহীত

জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা যদি রাজনৈতিক দল গঠন করেন, তবে সেই দলকে ৪০ শতাংশ মানুষ ভোট দেবেন বলে জানিয়েছেন। অন্যদিকে, শিক্ষার্থীদের দলকে ভোট দেবেন না ৪৪ শতাংশ মানুষ। এ বিষয়ে কোনো মন্তব্য করেননি ১৬ শতাংশ মানুষ।  

ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) ‘পালস সার্ভের’ দ্বিতীয় ধাপের জরিপের ফলাফলে এমন চিত্র উঠে এসেছে।বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশে (পিআইবি) আয়োজিত অনুষ্ঠানে এ জরিপের ফলাফল প্রকাশ করা হয়।

জরিপটি দেশের গ্রাম ও শহরের বিভিন্ন শ্রেণি-পেশার ৪ হাজার ১৫৮ মানুষের মতামতের ভিত্তিতে পরিচালিত হয়েছে। এর মধ্যে ৫৩ শতাংশ পুরুষ ও ৪৭ শতাংশ নারী অংশগ্রহণ করেন।  

জরিপে উঠে এসেছে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য। যেমন, দেশে যদি এখন নির্বাচন হয়, তবে ৩৮ শতাংশ মানুষ এখনো ভোট দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেননি। বাকি ৬২ শতাংশ মানুষের মধ্যে ১৬ শতাংশ বিএনপিকে, ১১ শতাংশ জামায়াতে ইসলামকে, এবং ৯ শতাংশ আওয়ামী লীগকে ভোট দেবেন বলে মত দিয়েছেন।  

অনুষ্ঠানে জরিপের ফলাফল তুলে ধরেন বিআইজিডির গবেষণা সহযোগী শেখ আরমান তামিম। তিনি জানান, জরিপে রাজনীতি, অর্থনীতি, অন্তর্বর্তী সরকারের মেয়াদ, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সংস্কারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে মানুষের মতামত সংগ্রহ করা হয়েছে।  

জরিপ প্রকাশের পর আয়োজিত প্যানেল আলোচনায় বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ, অর্থনীতিবিদ আহমেদ আহসান, পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফসহ অন্যান্য বিশ্লেষকরা জরিপের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

৪৬তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ নিয়ে যা বললেন পিএসসি চেয়ারম…
  • ২৯ জানুয়ারি ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয়: ছাত্রী হলে অব্যবস্থাপনা, চরম দুর্ভোগ
  • ২৯ জানুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যেকোনো আগ্রাসনের শক্তিশালী জবাব দেবে…
  • ২৯ জানুয়ারি ২০২৬
দুইদিনে সোনার দাম বাড়ল ২৩ হাজারের বেশি, আজ ভরি কত?
  • ২৯ জানুয়ারি ২০২৬
শাবিপ্রবিতে ভর্তির তারিখ ঘোষণা, ভর্তিচ্ছুদের জন্য ৬ নির্দেশ…
  • ২৯ জানুয়ারি ২০২৬
শেরপুরের জামায়াত নেতা হত্যার ঘটনায় চরমোনাই পীরের উদ্বেগ
  • ২৯ জানুয়ারি ২০২৬