দেখা মিলল শেখ হাসিনার সেই ‘৪০০ কোটির পিয়নের’

লাল বৃত্তে জাহাঙ্গীর আলম
লাল বৃত্তে জাহাঙ্গীর আলম  © সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বহুল আলোচিত পিয়ন এবং ৪০০ কোটি টাকার মালিক জাহাঙ্গীর আলমের সন্ধান মিলেছে। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট কার্যালয়ে তাকে দেখা গেছে। এ তথ্য প্রকাশ করেছেন প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ভোরে ফেসবুক পোস্টে জুলকারনাইন জানান, স্থানীয় সময় বুধবার জাহাঙ্গীর আলমকে কনস্যুলেট কার্যালয়ে পাওয়ার অব অ্যাটর্নি করাতে অপেক্ষমাণ দেখা যায়। তিনি মুখ ঢাকার চেষ্টা করলেও গোপন ক্যামেরায় তার ছবি ধারণ করা হয়।  

JAHANGIR

চেয়ারে বসা পিয়ন জাহাঙ্গীর আলম

জাহাঙ্গীর আলম নোয়াখালীর চাটখিল উপজেলার বাসিন্দা। তার ৪০০ কোটি টাকার মালিক হওয়ার খবর একসময় ব্যাপক আলোচনার জন্ম দেয়। গত ১৪ জুলাই শেখ হাসিনা এক সংবাদ সম্মেলনে বলেন, আমার বাসার একজন পিয়ন ছিল, সেও নাকি ৪০০ কোটি টাকার মালিক! পরে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। 

তদন্তে উঠে আসে যে, জাহাঙ্গীর আলম দুর্নীতির মাধ্যমে বিপুল অর্থ সম্পদ গড়ে তুলেছেন। তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়। এরপর তিনি পরিবারসহ যুক্তরাষ্ট্রে পালিয়ে যান।  

জুলকার নায়েম

জাহাঙ্গীর আলম রাজনীতিতেও সক্রিয় ছিলেন। নোয়াখালী-১ আসনে (চাটখিল-সোনাইমুড়ী) গত জাতীয় নির্বাচনে তিনি মনোনয়নপত্র জমা দেন। তবে তার বিতর্কিত কর্মকাণ্ড তাকে রাজনৈতিক ও সামাজিকভাবে প্রশ্নবিদ্ধ করে তুলেছে।  


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence