ভারতে বাংলাদেশি পর্যটকদের হয়রানির অভিযোগ

০৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৭ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২৯ PM
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর © সংগৃহীত

ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে দেশটিতে ভ্রমণ, ব্যবসা ও চিকিৎসার কাজে যাওয়া বাংলাদেশিরা নানা হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। ত্রিপুরার আগরতলায় বাংলাদেশি নাগরিকদের হোটেল থেকে বের করে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে।

তবে মঙ্গলবার (৩ ডিসেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

কুমিল্লার লাকসামের বাসিন্দা ফরিদ মিয়া অভিযোগ করেন, ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে আগরতলায় গিয়ে তিনি হোটেল ভাড়া করলেও তাকে এক ঘণ্টার মধ্যেই বের করে দেওয়া হয়। এমনকি হোটেল ভাড়ার টাকাও ফেরত পাননি। বাধ্য হয়ে আত্মীয়ের বাড়িতে রাত কাটিয়ে দেশে ফেরেন তিনি।

নারায়ণগঞ্জের ব্যবসায়ী মুজিবুর রহমান জানান, শিলচরে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় জামদানি শাড়ির স্টল নিয়ে গিয়েছিলেন। সেখানে একদল যুবক তার দোকানে ভাঙচুর চালিয়ে জামদানির ক্ষতি করে এবং হুমকি দেয়। তিনি বলেন, ৩০ বছর ধরে ভারতে আসা-যাওয়া করছি, কিন্তু এবারের পরিস্থিতি ভয়াবহ। বাংলাদেশি দেখলেই তারা উগ্র আচরণ করছে।

রাজীব হোসেন নামে এক পর্যটক বলেন, আগরতলায় আমাদের হোটেল থেকে বের করে দেওয়া হয়। ইমিগ্রেশনেও হয়রানির শিকার হতে হয়েছে। প্রতিবেশী দেশ থেকে এমন আচরণ কখনো আশা করিনি।

ভারতে বাংলাদেশিদের হয়রানির ঘটনা এবং আগরতলায় বাংলাদেশি হাইকমিশনের ওপর হামলার প্রেক্ষিতে আখাউড়া সীমান্তে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। ৬০ বিজিবি ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, যেকোনো ধরনের অপতৎপরতা রোধে বিজিবি সতর্ক রয়েছে।

আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হাসিবুল হাসান জানান, সীমান্ত বাণিজ্যে এখন পর্যন্ত কোনো প্রভাব পড়েনি। তবে সীমান্ত উত্তেজনার মধ্যে যেকোনো নেতিবাচক পরিস্থিতির আশঙ্কা করা হচ্ছে।

মহাখালীতে সাততলা ভবনে আগুন
  • ৩০ জানুয়ারি ২০২৬
ইশতেহার দিয়ে বাস্তবায়ন না করতে পারার সংস্কৃতিতে ঢুকবে না …
  • ৩০ জানুয়ারি ২০২৬
পদত্যাগ করে জামায়াতে যোগ দিলেন ছাত্রদল নেতা বিদ্যুৎ চন্দ্র
  • ৩০ জানুয়ারি ২০২৬
এনসিপি তার ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর থাকবে
  • ৩০ জানুয়ারি ২০২৬
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান
  • ৩০ জানুয়ারি ২০২৬
ভিক্টোরিয়া কলেজ কেন্দ্রে কুবি ভর্তি পরীক্ষার্থীদের ভোগান্তি
  • ৩০ জানুয়ারি ২০২৬