সংবিধান সংস্কারে ৫৯ দফা দেবে নাগরিক কমিটি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৪, ০৮:০২ PM , আপডেট: ০২ ডিসেম্বর ২০২৪, ০৮:০২ PM
সংবিধান সংস্কার কমিটিকে ৫৯ দফা প্রস্তাবনা দেবে জাতীয় নাগরিক কমিটি। সোমবার (২ ডিসেম্বর) রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী এ কথা জানান।
সংগঠনটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, আমরা ৫৯ দফার প্রস্তাবনা তৈরি করেছি। সেটি আগামীকাল মঙ্গলবার বেলা ১১টায় সংসদে সংবিধান সংস্কার কমিটির কাছে জমা দেব। গত ৫ আগস্ট গণরায়ের মাধ্যমে বর্তমান সংবিধান বাতিল হয়ে গেছে। এই সংবিধান আমরা এখন মানি না। ভবিষ্যতও মানব না। কারণ এই সংবিধান ফ্যাসিবাদের সংবিধান। আগামীকাল আমরা যে প্রস্তাবনা দেব, সেখানে এই বিষয়গুলো তুলে ধরব।
বর্তমান সংবিধান গত ১৫ বছরের গুম-খুনের জন্য দায়ী উল্লেখ করে নাসির বলেন, জুলাই-আগস্টে যে দুই হাজার জন শহীদ হয়েছেন, তাদের বিচারে বর্তমান সংবিধান বিভিন্ন জায়গায় বাধাগ্রস্ত করছে।
বর্তমান সংবিধান বাতিল করে গণপরিষদের মাধ্যমে সুন্দর বাংলাদেশ বিনির্মাণে জনআকাঙ্কার একটি সংবিধান আমরা চাই বলেও উল্লেখ করেন তিনি।