‘সরকার ব্যবসা করার সহজতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ সংস্কার করছে’

০২ ডিসেম্বর ২০২৪, ০৩:২৮ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:০৬ PM
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস © সংগৃহীত

বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আরও সুইডিশ বিনিয়োগের আমন্ত্রণ জানিয়ে বলেছেন, অন্তর্বর্তী সরকার দেশে ব্যবসা করার সহজতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ সংস্কার করছে।

সোমবার (২ ডিসেম্বর) ঢাকার তেজগাঁওয়ে তার কার্যালয়ে সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস সাক্ষাৎ করতে এলে অধ্যাপক ইউনূস এ আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা বলেন, তার সরকার দুর্নীতি দমন করেছে। রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে বিনিয়োগ সহজ করেছে এবং শ্রম আইনের বিষয়ে আইএলও কনভেনশন অনুমোদনের জন্য অগ্রসর হয়েছে৷

অ্যাম্বাসেডর উইকস বলেন, তার সরকার ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে সমর্থন করে এবং পুলিশ, বিচার বিভাগ, নির্বাচন কমিশন এবং বেসামরিক প্রশাসনের সংস্কারের পদক্ষেপকে সমর্থন করে। ‘আমাকে আশ্বস্ত করতে দিন যে এই পরিবর্তনে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে।’

আরও পড়ুন: পুলিশের আরও ৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

বৈঠকে তারা জুলাই-আগস্ট বিপ্লবের দিক, সরকারের সংস্কার উদ্যোগ, বাংলাদেশে সুইডিশ বিনিয়োগ ও গণঅভ্যুত্থানে নারীর ভূমিকা নিয়েও আলোচনা করেন।

অধ্যাপক ইউনূস বলেন, তার সরকার নির্বাচনের আগে সংস্কার করতে বদ্ধপরিকর। বিপ্লবের মূল কথা ছিল সংস্কার। দেশের পরিস্থিতি স্থিতিশীল হয়েছে, যদিও সমাজের বিভিন্ন গোষ্ঠীর কাছ থেকে উচ্চ প্রত্যাশা পরিচালনা সহ কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে। প্রত্যাশা পরিচালনা করা একটি বড় কাজ। আমরা চেষ্টা করছি, কিন্তু আমরা খুব সতর্ক আছি।

বৈঠকে এসডিজিবিষয়ক সিনিয়র সচিব ও মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক শাহনাজ গাজী উপস্থিত ছিলেন।

আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান
  • ৩০ জানুয়ারি ২০২৬
চাঁদা না পেয়ে কলেজ শিক্ষককে মারধর, বিএনপি কর্মী আটক
  • ৩০ জানুয়ারি ২০২৬
মৃত্যু নিয়ে লাইভ: যুবদল নেতার বহিষ্কার নিয়ে যা জানা গেল
  • ৩০ জানুয়ারি ২০২৬
আসামের 'মিঞাঁ মুসলমানদের' বাংলাদেশে গিয়ে ভোট দিতে বললেন মু…
  • ৩০ জানুয়ারি ২০২৬
ভিসা ছাড়াই চীন ভ্রমণ করতে পারবে যুক্তরাজ্যের নাগরিকেরা, ১৫…
  • ৩০ জানুয়ারি ২০২৬
ইনস্টাগ্রাম, ফেসবুক ও হোয়াটসঅ্যাপে সাবস্ক্রিপশন পরীক্ষায় যা…
  • ৩০ জানুয়ারি ২০২৬