বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান © টিডিসি সম্পাদিত
দেশের রাজনৈতিক পরিবেশ শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ রবিবার দুপুরে হাইকোর্ট কর্তৃক ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায়, সম্পূরক অভিযোগপত্রের ভিত্তিতে বিচারিক আদালতের বিচার অবৈধ ও বাতিল ঘোষণা করে রায় দেয়ার পর, সন্ধ্যায় তার ভেরিফাইড ফেসবুক পেজের এক স্ট্যাটাসে এসব কথা বলেন তিনি। ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, সত্যের সৌন্দর্য হলো, এটি অনিবার্যভাবে প্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে জয়ী হয়, আমাদের আশ্বস্ত করেছে যে, শেষমেশ ন্যায়বিচার ও সুবিচার প্রতিষ্ঠিত হয়।
তারেক রহমান আরও বলেন, আমরা একত্রিত হয়ে রাজনৈতিক প্রতিশোধের কালচার বন্ধ করতে চাই, এবং ইতিহাসের এক নতুন অধ্যায় শুরু করতে চাই, যেখানে রাজনৈতিক মতপার্থক্যের কারণে কারও জীবন বা পরিবার ধ্বংস হবে না।
তিনি আরও উল্লেখ করেন, নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশিরা নিজেদের ভাগ্য নির্ধারণ করতে পারেন। আর এর মাধ্যমেই আমরা আইনের শাসন, মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠা করতে চাই। প্রতিটি নাগরিকের অধিকার ও স্বাধীনতাকে সুরক্ষিত রাখতে চাই। গড়তে চাই অংশগ্রহণমূলক, সহনশীল এবং আইনের ওপর ভিত্তি করে একটি সমাজ।

উল্লেখ্য, ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। আজ রোববার সকাল ১১টা ১০ মিনিটে বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা শুরু করেন।