ইডেন কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা

৩০ নভেম্বর ২০২৪, ০৯:৩০ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:১০ PM
প্রতিকী ছবি

প্রতিকী ছবি © সংগৃহীত

রাজধানীর রামপুরা হাইস্কুলের পাশের একটি বাসা থেকে বর্ষা আক্তার বিথী (২৪) নামে এক ইডেন কলেজের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঐ শিক্ষার্থী রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অনার্স পাশ করেছেন।শনিবার (৩০ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে পূর্ব রামপুরার হাইস্কুল গলির একটি ভবনের তিনতলা থেকে বিথীর মরদেহ উদ্ধার হয়। ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। রামপুরা থানা পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।

রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) আবু তারেক দিপু জানান, বিকালে খবর পেয়ে রামপুরার বাসা থেকে ওই শিক্ষার্থীর মরদহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। 

এসআই আরও জানান, ওই শিক্ষার্থী ইডেন কলেজের শিক্ষার্থী ছিলেন। তার রুম থেকে দুটি মোবাইল পাওয়া গেছে। একটি মোবাইলে লাইভ চলছিল। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে প্রেমঘটিত কারণে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

বিথীর মামা আব্দুল মালেক জানান, মৃত বিথী মাদারীপুর জেলার কালকিনি উপজেলার সিডিখান গ্রামের হাবিবুর রহমান মুন্সির মেয়ে। বিথী ছোট থাকতেই তার বাবা মার বিচ্ছেদ হয়ে যায়। ছোট থেকেই রামপুরা তার খালা নাসিমা বেগমের বাসায় থাকতো। সেখানে থেকে পড়াশুনা করতো। বিথী ইডেন কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞন বিভাগে অনার্ষ শেষ করে। মাস্টার্সে ভর্তির হওয়ার প্রক্রিয়ায় ছিল। এক ভাই একবোনের মধ্যে বিথী ছিল বড়।

তিনি আরও জানান, দুপুরে বিথী দরজা বন্ধ করে তার ঘরে ছিল। তবে অনেক্ষণ ডাকাডাকির পর দরজা না খুলায় পুলিশে খবর দেয়া হয়। পরে তারা দেখতে পায় দরজার উপরে গ্রীলের সঙ্গে রশি ঝুলছে। সঙ্গে সঙ্গে রশি কেটে দেয়া হয়। পরে পুলিশ দরজা ভেঙ্গে বিথীকে ঘরের মধ্যে পরে থাকতে দেখে। শুক্রবার থেকে সে দরজা বন্ধ করে রেখেছিল।

রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবু তারেক দিপু বলেন, দরজা ভেঙে রুমের ভিতরে ঢুকে দেখা যায়, গলায় রশি পেঁচানো অবস্থায় মেঝেতে পড়ে আছেন বিথী। তার ঘর থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। একটিতে ফেসবুক লাইভ চলছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেম সংক্রান্ত কোনো কারণে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনার আদ্যোপান্ত জানার চেষ্টা চলছে।

৪৬তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ নিয়ে যা বললেন পিএসসি চেয়ারম…
  • ২৯ জানুয়ারি ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয়: ছাত্রী হলে অব্যবস্থাপনা, চরম দুর্ভোগ
  • ২৯ জানুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যেকোনো আগ্রাসনের শক্তিশালী জবাব দেবে…
  • ২৯ জানুয়ারি ২০২৬
দুইদিনে সোনার দাম বাড়ল ২৩ হাজারের বেশি, আজ ভরি কত?
  • ২৯ জানুয়ারি ২০২৬
শাবিপ্রবিতে ভর্তির তারিখ ঘোষণা, ভর্তিচ্ছুদের জন্য ৬ নির্দেশ…
  • ২৯ জানুয়ারি ২০২৬
শেরপুরের জামায়াত নেতা হত্যার ঘটনায় চরমোনাই পীরের উদ্বেগ
  • ২৯ জানুয়ারি ২০২৬